ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

ভোটার হয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান

২০২৫ ডিসেম্বর ২৭ ১৪:০৭:৩১

ভোটার হয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ভোটার হয়েছেন। ভোটার নিবন্ধনের কাজ সম্পন্ন করতে তিনি মা ডা. জুবাইদা রহমানের সঙ্গে দুপুর ১২টা ২৬ মিনিটে নির্বাচন প্রশিক্ষণ ভবনে প্রবেশ করেন। নিবন্ধন কার্যক্রম শেষ করে তারা ১২টা ৪৫ মিনিটে বের হন, জানিয়েছে নির্বাচন কমিশনের সূত্র।

এর আগে, গত ২৩ জুন জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন জুবাইদা রহমান। তখন তার ভোটার নিবন্ধন সম্পন্ন হয় এবং তিনি স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড)ও গ্রহণ করেছেন।

এদিকে, এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এনআইডি পাওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তিনি এনআইডি পাবেন।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটানোর পর ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে সপরিবারে বাংলাদেশে ফিরেছেন তারেক রহমান।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত