ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২
ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, যা জানাল আবহাওয়া অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করেই শীতের তীব্রতা বেড়েছে। পৌষ মাসের শুরুতেই উত্তুরে হাওয়া ও কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে সারাদেশে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা বাড়লেও মাসের শেষদিকে আবারও কমতে পারে এবং তখন শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শীতের অনুভূতি বাড়ে। এই ব্যবধান পাঁচ ডিগ্রির নিচে এলে শীত হয় আরও তীব্র। তাপমাত্রার পার্থক্য কমে গেলেই মূলত হাড়কাঁপানো শীত অনুভূত হয়, যাকে শৈত্যপ্রবাহ বলা হয়।
ড. মো. ওমর ফারুক আরও জানান, আগামী ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে একটি শৈত্যপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় শীতের দাপট আরও বাড়তে পারে।
শুক্রবার বিভিন্ন জেলার তাপমাত্রা বিশ্লেষণ করে দেখা গেছে, রংপুর, দিনাজপুর ও তেঁতুলিয়াসহ উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। একই অবস্থা ঢাকা, বগুড়া, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলেও লক্ষ্য করা যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু, ৬ থেকে ৮ ডিগ্রি হলে মাঝারি এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নামলে তা অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। বর্তমানে পঞ্চগড়, দিনাজপুর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রয়েছে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে, যদিও দিনের বেলায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ অবস্থান করছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপ সক্রিয় রয়েছে। এই আবহাওয়াগত অবস্থার প্রভাবেই দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় কুয়াশা ও শীতের তীব্রতা বাড়ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় থাকছে বুয়েটের প্রযুক্তি
- চবির ‘এ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ
- ব্লুমবার্গের তালিকায় বাংলাদেশের শেয়ারবাজার কোম্পানির বড় লাফ
- বোনাস অনুমোদনে দ্বিমুখী নীতি, প্রশ্নের মুখে বিএসইসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ-ফলাফল দেখবেন যেভাবে