ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

বড়দিনে যে বিশেষ বার্তা দিলেন জয়া আহসান

২০২৫ ডিসেম্বর ২৫ ২১:৪০:০৩

বড়দিনে যে বিশেষ বার্তা দিলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক: বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। বড়দিনের আনন্দে মেতেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ভক্তদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই বিশেষ দিনে বিশ্বশান্তির প্রার্থনা করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বড়দিনের আমেজে বেশ কিছু স্নিগ্ধ ছবি প্রকাশ করেন জয়া। ছবিতে তাঁকে ঘরোয়া পরিবেশে বড়দিনের সাজসজ্জার মাঝে দেখা যায়। হালকা গোলাপি টপস ও সাদা প্যান্টে জয়াকে বেশ প্রাণবন্ত লাগছিল। তাঁর পাশেই ছিল সান্তা ক্লজ, বড়দিনের গাছ এবং টেডি বিয়ার।

ছবিগুলো প্রকাশের সঙ্গে জয়া আহসান একটি বিশেষ বার্তাও দিয়েছেন। তিনি লিখেছেন, ‘বড়দিনে শান্তি আসুক দেশে; সারা পৃথিবীতে’। অভিনেত্রীর এই শান্তির বার্তা বর্তমান সময়ের প্রেক্ষাপটে ভক্তদের বিশেষভাবে নজর কেড়েছে। নেটিজেনদের ধারণা, জয়া বর্তমানে কলকাতায় অবস্থান করছেন এবং সেখান থেকেই বড়দিনের এই বিশেষ মুহূর্তগুলো শেয়ার করেছেন।

জয়ার এই পোস্টে ভক্তরা বড়দিনের শুভেচ্ছার পাশাপাশি তাঁর চমৎকার লুকের প্রশংসা করছেন। যিশু খ্রিষ্টের জন্মতিথি উপলক্ষে দেশজুড়ে গির্জাগুলোতে যখন উৎসবের আমেজ চলছে, তখন জয়ার এই শুভেচ্ছাবার্তা ভক্তদের মাঝে বাড়তি আনন্দ যোগ করেছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত