ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

নির্বাচনে অংশ নিতে চান অভিনেতা আহমদ শরীফ

২০২৫ ডিসেম্বর ২৩ ২২:৪৭:৫৭

নির্বাচনে অংশ নিতে চান অভিনেতা আহমদ শরীফ

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের খল চরিত্রে যিনি এক সময় দর্শকদের মনে আতঙ্ক ও কৌতূহল একসঙ্গে জাগিয়েছেন, সেই কিংবদন্তি অভিনেতা আহমদ শরীফ দীর্ঘদিন ধরেই দেশের চলচ্চিত্র অঙ্গনের বাইরে অবস্থান করছেন। অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়ে পরিবারসহ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।

মাঝে মধ্যে স্বল্প সময়ের জন্য দেশে ফিরলেও চলচ্চিত্র সংশ্লিষ্ট কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি দেখা যায় না। সম্প্রতি এক সপ্তাহের সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন এই প্রবীণ অভিনেতা। তিনি জানান, আরও দুই একদিন দেশে অবস্থান করার পরিকল্পনা রয়েছে তার।

এই স্বল্প সময়ের সফরের মধ্যেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন নিয়ে নিজের ভাবনা ও আগ্রহের কথা প্রকাশ করেছেন আহমদ শরীফ। নির্বাচনের আগে আবারও দেশে ফেরার ইচ্ছার কথাও জানান তিনি।

এক আলাপকালে আহমদ শরীফ বলেন, যুক্তরাষ্ট্র থেকে কিছু ব্যক্তিগত কাজের কারণে তিনি দেশে এসেছেন এবং কয়েক দিনের মধ্যেই আবার ফিরে যেতে হবে। তবে শিল্পী সমিতির নির্বাচন সামনে রেখে তিনি সময়মতো দেশে উপস্থিত থাকবেন বলে জানান।

তিনি বলেন, শিল্পী সমিতির জন্য যাঁরা আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী, তাঁদের নিয়ে একটি প্যানেল গঠন করে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে তিনি আলোচনা চালিয়ে যাচ্ছেন বলেও জানান।

আহমদ শরীফ আরও বলেন, আসন্ন নির্বাচনে তিনি সভাপতি পদে প্রার্থী হতে আগ্রহী। যদিও এখনো চূড়ান্তভাবে কোনো প্যানেল গঠন করা হয়নি, তবে কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমদ শরীফ। পরবর্তী সময়ে তিনি টানা তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে সংগঠনটির নেতৃত্ব দিয়েছেন।

প্রায় আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা এই অভিনেতা খলনায়ক হিসেবেই সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন। পাশাপাশি ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শক ও সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছেন তিনি।

শেষবার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমায় তার উপস্থিতি দর্শকদের নতুন করে আগ্রহ তৈরি করে। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় তার সেই উপস্থিতি আবারও তাকে আলোচনায় নিয়ে আসে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত