ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২
তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে এসএসএফ মোতায়েনের প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে তার। এ প্রেক্ষাপটে তাকে ভিভিআইপি ঘোষণা করে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ মোতায়েনের বিষয়ে চিন্তাভাবনা চলছে, যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র সোমবার (২২ ডিসেম্বর) নিশ্চিত করেছে, তারেক রহমানের আগমন উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে এভারকেয়ার হাসপাতালে ‘সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করে সরকার। প্রজ্ঞাপন জারির পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মতো তার নিরাপত্তায়ও স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) মোতায়েন করা হয়।
সরকারি সূত্র বলছে, খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দেশে ফিরলে তাকেও একই ধরনের ভিভিআইপি মর্যাদা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র।
একটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে বিভিন্ন সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় চিঠিও পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, সরকার তারেক রহমানের জন্য ভিভিআইপি প্রটোকল ও এসএসএফ নিরাপত্তা দেওয়ার সম্ভাবনা নিয়ে কাজ করছে। সিদ্ধান্ত হলে তার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন করা হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, তারেক রহমানকে বহনকারী বিজি-২০২ ফ্লাইট আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। ওই ফ্লাইটে তার পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাও থাকবেন। নিরাপত্তাজনিত কারণে ওই ফ্লাইট থেকে দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে।
সরানো হওয়া কেবিন ক্রু হলেন জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম জিনিয়া। গোয়েন্দা প্রতিবেদনে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তা ঝুঁকির বিষয়টি উল্লেখ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে চলতি বছরের ২ মে একই ধরনের নিরাপত্তা বিবেচনায় খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকেও দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছিল।
খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্তের ব্যাখ্যায় তখন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছিলেন, তার শারীরিক অবস্থা, নিরাপত্তা, যাতায়াতের সুবিধা ও রাষ্ট্রীয় মর্যাদা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের ওই সিদ্ধান্তের পর থেকেই আলোচনায় আসে দেশে ফিরলে তারেক রহমানও কি একই ধরনের নিরাপত্তা সুবিধা পাবেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, তাকেও ভিভিআইপি প্রটোকলের আওতায় আনার বিষয়ে সরকার কার্যকর সিদ্ধান্তের দিকে এগোচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- আগামীকাল IPL নিলাম ২০২৬ : যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- আইপিএল নিলাম: দেখুন এখন পর্যন্ত দল পেলেন যারা-বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থান
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স: ব্যাটিংয়ে রিশাদরা-দেখুন সরাসরি (LIVE)
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচটি শেষ, দেখুন ফলাফল