ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

মেসির ভারত সফর: সামনে এলো কত টাকা পারিশ্রমিক-চাঞ্চল্যকর তথ্য

২০২৫ ডিসেম্বর ২১ ১৯:২৮:১২

মেসির ভারত সফর: সামনে এলো কত টাকা পারিশ্রমিক-চাঞ্চল্যকর তথ্য

সরকার ফারাবী: যে সফর ঘিরে ভারতজুড়ে তৈরি হয়েছিল উৎসবের আমেজ, সেই ‘গোট ইন্ডিয়া ট্যুর’ এখন আলোচনার কেন্দ্রে একেবারে ভিন্ন কারণে। দীর্ঘ পনেরো বছর পর ভারতে পা রেখে কোটি ভক্তের স্বপ্ন পূরণ করেছিলেন লিওনেল মেসি। কিন্তু সফর শেষ হতেই সেই আনন্দ মুছে গিয়ে সামনে আসছে বিতর্ক, তদন্ত আর বিস্ফোরক অভিযোগ।

সফরের আয়োজক শতদ্রু দত্ত গ্রেপ্তার হওয়ার পর তদন্তকারীদের কাছে দেওয়া তাঁর স্বীকারোক্তি পুরো ঘটনাপ্রবাহকে নতুন মোড় দিয়েছে।

কোটি টাকার সফর, কোটি টাকার প্রশ্ন

এনডিটিভির প্রতিবেদনে উঠে এসেছে, মাত্র কয়েক দিনের এই সফরে খরচ হয়েছে প্রায় ১০০ কোটি রুপি। এর মধ্যে একাই ৮৯ কোটি রুপি নিয়েছেন মেসি, যা বাংলাদেশি টাকায় ১২১ কোটিরও বেশি। কর হিসেবে ভারত সরকার পেয়েছে ১১ কোটি রুপি।

শতদ্রু দত্ত জানিয়েছেন, ব্যয়ের বড় অংশ এসেছে স্পনসর ও টিকিট বিক্রি থেকে। কিন্তু তাঁর হিমায়িত অ্যাকাউন্টে থাকা ২০ কোটি রুপির উৎস ঘিরে তৈরি হয়েছে রহস্য। এই অর্থের হদিস পেতেই এসআইটি চালাচ্ছে নিবিড় তদন্ত।

ভক্তদের ভালোবাসাই হয়ে উঠল অস্বস্তির কারণ

ভারতে মেসির জনপ্রিয়তা যে কতটা, তা প্রমাণ হয়েছে প্রতিটি অনুষ্ঠানে। কিন্তু সেই ভালোবাসাই একসময় রূপ নেয় বিশৃঙ্খলায়। নিরাপত্তা বিশেষজ্ঞদের নিষেধাজ্ঞা সত্ত্বেও বহু ভক্ত মেসির কাছে গিয়ে স্পর্শ করার চেষ্টা করেন।

বারবার মাইকিং করেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি। এতে বিরক্ত হয়ে একাধিক অনুষ্ঠানে নির্ধারিত সময়ের আগেই সরে যান মেসি।

রাজনৈতিক বিতর্কে সফর

সফরের সময় পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে মেসির কোমরে হাত রেখে ছবি তোলার দৃশ্য নতুন বিতর্ক উসকে দেয়।

আয়োজকদের দাবি, তাঁর প্রভাবেই স্টেডিয়ামে অতিরিক্ত ভিড় ঢুকে পড়ে। যেখানে অনুমতি ছিল ১৫০ জনের, সেখানে উপস্থিতি ছাড়িয়ে যায় কয়েকগুণ। সমালোচনার মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেন অরূপ বিশ্বাস।

উৎসব থেকে কেলেঙ্কারি

এখন এসআইটি খতিয়ে দেখছে নিরাপত্তা ভাঙার দায় কার, অতিরিক্ত ভিড়ের অনুমতি কে দিয়েছিল এবং এই বিপুল অর্থের লেনদেন আদৌ স্বচ্ছ কি না।

একসময় যে সফর ছিল আবেগ আর আনন্দের প্রতীক, সেটিই এখন ভারতের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ক্রীড়া-রাজনৈতিক কেলেঙ্কারি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত