ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২
মবোক্রেসি রুখতে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে চলমান অস্থিরতা ও গণমাধ্যমের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মবোক্রেসি বা গণ-উন্মাদনার বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর ও দৃঢ় অবস্থান নিতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে তিনি মন্তব্য করেন।
রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর বনানীতে গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো অজুহাত দেখিয়ে আইন ভাঙা বা সহিংসতায় জড়ানো বরদাশতযোগ্য নয়। রাষ্ট্রের দায়িত্ব হলো আইনশৃঙ্খলা নিশ্চিত করা, আর সেখানে দুর্বলতা থাকলে তা বড় সংকট তৈরি করে।
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, কিছু গণমাধ্যমকে আগে থেকেই লক্ষ্যবস্তু করা হয়েছিল। তিনি প্রশ্ন রাখেন, টার্গেট করা থাকলে কেন আগাম সতর্কতা নেওয়া হয়নি? কেন প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হলো? তার মতে, এসব ঘটনার পেছনে সরকারের দুর্বলতাই স্পষ্ট হয়ে উঠেছে।
তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশে আর কোনো ধরনের মবোক্রেসি দেখতে চান না এবং এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে কঠোর হাতে ব্যবস্থা নিতে হবে।
মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব ও দেশপ্রেমের ওপর গুরুত্ব আরোপ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থের প্রশ্নে সবাইকে আপসহীন থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে গণতন্ত্রের ভিত আরও শক্তিশালী করতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; দেশের গণতন্ত্রকে সুসংহত করতেই সবার সহযোগিতা কামনা করছে। অতীত ভুলে সামনে এগিয়ে যেতে চাইলেও ফ্যাসিবাদের দুঃসহ অধ্যায় স্মরণে রাখা জরুরি, যাতে সেই অন্ধকার সময়ের পুনরাবৃত্তি আর না ঘটে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- আগামীকাল IPL নিলাম ২০২৬ : যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই