ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

পাকিস্তানে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলায় নি’হত ৯

২০২৫ ডিসেম্বর ২০ ১১:৩২:৪৭

পাকিস্তানে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলায় নি’হত ৯

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আবারও ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। উত্তর ওয়াজিরিস্তান জেলার বয়া এলাকায় অবস্থিত একটি সেনা ক্যাম্পকে লক্ষ্য করে আত্মঘাতী হামলার চেষ্টা চালায় সন্ত্রাসীরা। এতে চারজন পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছেন। পাল্টা অভিযানে পাঁচ সন্ত্রাসীও প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

শুক্রবার (১৯ ডিসেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর) এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর একটি ক্যাম্পে ঢোকার আগেই সন্ত্রাসীদের প্রতিহত করা হয়।

আইএসপিআর জানায়, ভারতীয় মদদপুষ্ট খারেজি গোষ্ঠীর সদস্যরা বয়া এলাকায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে নৃশংস ও কাপুরুষোচিত হামলার চেষ্টা চালায়। পাকিস্তান রাষ্ট্র ‘ফিতনা আল খারেজি’ নামে নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীকে উল্লেখ করে থাকে।

বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসীরা প্রথমে ক্যাম্পের বাইরের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করে। তবে সেনাদের দ্রুত ও দৃঢ় প্রতিরোধে সে পরিকল্পনা ব্যর্থ হয়। পরে তারা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি দিয়ে ক্যাম্পের বাইরের দেয়ালে আঘাত হানে। এতে দেয়ালের একটি বড় অংশ ধসে পড়ে এবং আশপাশের বেসামরিক স্থাপনা বিশেষ করে একটি মসজিদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

হামলার ফলে আশপাশের বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অন্তত ১৫ জন বেসামরিক মানুষ গুরুতর আহত হন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে তীব্র গুলিবিনিময় হয়, যাতে চার সেনা সদস্য প্রাণ হারান।

নিহত সেনারা হলেন হাবিলদার মোহাম্মদ ওয়াকাস (৪২, জেলা কোটলি), নায়েক খানওয়াইজ (৩৮, জেলা মানসেহরা), সিপাহি সুফিয়ান হায়দার (২৫, জেলা ভেহারি) ও সিপাহি রিফাত (৩২, জেলা লেইয়াহ)।

পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তানভিত্তিক খারেজি গোষ্ঠীগুলো এ হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে, যা আফগান তালেবান সরকারের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। আফগান সরকার দাবি করে থাকে, তাদের ভূখণ্ডে কোনো সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় নয়। পাকিস্তান আশা প্রকাশ করেছে, আফগান তালেবান সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং পাকিস্তানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিজেদের মাটি ব্যবহার করতে দেবে না।

উল্লেখ্য, ওয়াজিরিস্তান অঞ্চলে এ ধরনের হামলা নতুন নয়। মাত্র দুই মাস আগে মির আলি এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর আত্মঘাতী হামলার চেষ্টা ব্যর্থ হয়, সে ঘটনায় চার সন্ত্রাসী নিহত হয়। চলতি বছরে প্রকাশিত গ্লোবাল টেরোরিজম ইনডেক্স ২০২৫ অনুযায়ী, পাকিস্তান বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সন্ত্রাসপ্রবণ দেশের তালিকায় উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগের বছরের তুলনায় দেশটিতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়েছে ৪৫ শতাংশ।

ইএইচপি

ট্যাগ: পাকিস্তান সেনা ক্যাম্প হামলা উত্তর ওয়াজিরিস্তান আত্মঘাতী হামলা খাইবার পাখতুনখোয়া সন্ত্রাসী হামলা পাকিস্তানে আজকের হামলার খবর পাকিস্তান সেনা নিহত খবর টিটিপি হামলা পাকিস্তান আইএসপিআর সর্বশেষ বিবৃতি আফগানিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তান নিরাপত্তা পরিস্থিতি ওয়াজিরিস্তান বিস্ফোরণ পাকিস্তান বোমা হামলা গ্লোবাল টেরোরিজম ইনডেক্স ২০২৫ পাকিস্তান পাকিস্তানে সন্ত্রাস বৃদ্ধি পাকিস্তান সামরিক সংবাদ দক্ষিণ এশিয়া সন্ত্রাসবাদ পাকিস্তান আজকের ব্রেকিং নিউজ বয়া এলাকা হামলা পাকিস্তান সেনাবাহিনী খবর পাকিস্তান সীমান্ত সন্ত্রাস আন্তর্জাতিক নিরাপত্তা সংবাদ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত