ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা আসিফ মাহমুদের

২০২৫ ডিসেম্বর ১২ ১২:২২:৫৪

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা আসিফ মাহমুদের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্ত নিশ্চিত করেন।

গতকাল ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসে অন্তর্বর্তী সরকারের সাবেক দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ। দুজনেরই পদ ছাড়াকে ঘিরে তাদের রাজনৈতিক পরিকল্পনা ও ভবিষ্যৎ অবস্থান নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল।

ফেসবুকে প্রকাশিত পোস্টে একটি ভিডিও যুক্ত করেন আসিফ। সেখানে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি বিরল সুযোগ এসেছে প্রায় ১৭ বছর পর। নতুন বাংলাদেশ গড়তে হলে কঠিন পথ অতিক্রম করতে হবে, তবে তা অসম্ভব নয়। বিভাজনের পুরোনো রাজনীতি থেকে বেরিয়ে এসে সকল নাগরিকের জন্য কল্যাণভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি। পাশাপাশি প্রয়োজন নতুন সামাজিক, রাজনৈতিক ও ভূরাজনৈতিক কাঠামোর বাস্তবায়ন।

তিনি আরও উল্লেখ করেন, নতুনভাবে দেশ পুনর্গঠনের এই সংগ্রাম সহজ নয়। তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগ তাঁকে অনুপ্রাণিত করে। তাদের আদর্শকে ধারণ করেই তিনি এগিয়ে নিতে চান এই পরিবর্তনের লড়াই।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত