ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

আমার আয় দেখে মাথা ঘুরে পড়ে যাইয়েন না: মির্জা আব্বাস

২০২৬ জানুয়ারি ২৬ ১৮:১০:৩৬

আমার আয় দেখে মাথা ঘুরে পড়ে যাইয়েন না: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক: নিজের আয়-রোজগারের উৎস নিয়ে সমালোচকদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, “কারও মনে কোনো সন্দেহ থাকলে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) গিয়ে খোঁজ নেন। আমার আয় দেখে মাথা ঘুরে পড়ে যাইয়েন না। আমি কখনও চুরি করি নাই, ডাকাতিও করি নাই।”

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক-কর্মচারী ইউনিয়নে নির্বাচনি প্রচারণা ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস রাজনৈতিক প্রতিপক্ষ ও কিছু তরুণ নেতৃত্বের সমালোচনা করে বলেন, “কয়েকজন লোক সকাল বেলা ঘুম থেকে উঠেই আমার বদনাম শুরু করেন। আমরা রাজপথে আওয়ামী লীগের সাথে যুদ্ধ করেছি, গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য দীর্ঘ লড়াই করেছি। অথচ কিছু ‘ছেলেপেলে’ এখন বলছে তারাই সব করেছে। যেই ক্ষমতায় আসুক, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ না করলে এ দেশের উন্নয়ন সম্ভব না।”

নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “একটি দল ভাবছে দেশটা বুঝি তাদের হয়ে গেছে। তারা দম্ভ করে বলছে বিএনপিকে একটি সিটও দেওয়া হবে না। আমি প্রশ্ন করতে চাই, তোমরা সিট দেওয়ার কে? দেশ কি তোমরা ইজারা নিয়েছো? সিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।”

ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ভোট কারচুপির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “সরকারের ভেতরে এখনও একটি চক্র রয়ে গেছে যারা ভোট নিয়ে কারসাজির পরিকল্পনা করছে। ভোট আদায়ের জন্য যেমন যুদ্ধ হয়েছে, এবার ভোট দেওয়ার জন্যও আরেকটা যুদ্ধ করতে হবে। যার ভোট সে যাকে খুশি দেবে—এই নীতিতেই আমরা বিশ্বাস করি।”

তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সবাই মিলে কাজ করলে আসন্ন নির্বাচনে ধানের শীষের জয় সুনিশ্চিত। এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে ধানের শীষকে বিজয়ী করার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত