ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

কবর জিয়ারত দিয়ে ভোটের মাঠে নামছে এনসিপি

২০২৬ জানুয়ারি ২৬ ১১:৪৯:১৭

কবর জিয়ারত দিয়ে ভোটের মাঠে নামছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পূর্বঘোষিত কর্মসূচিতে পরিবর্তন এনে শহীদ ওয়াসিমের বদলে শহীদ ইশমামের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হচ্ছে দলটির নির্বাচনী পদযাত্রা। আজ সোমবার সকাল ১০টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ায় শহীদ ইশমামের কবর জিয়ারত শেষে এই পদযাত্রা শুরু হবে।

দলটির মিডিয়া টিম জানায়, চট্টগ্রামে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরুর কথা থাকলেও অনিবার্য পরিস্থিতির কারণে সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এতে দলের মূল কর্মসূচির কোনো পরিবর্তন হয়নি, কেবল শুরুটা ভিন্ন স্থানে করা হচ্ছে।

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় জানান, দীর্ঘ যানজটের কারণে চট্টগ্রামে পৌঁছাতে দেরি হওয়ায় পূর্বনির্ধারিত পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি। তাই পরিবর্তিত সূচি অনুযায়ী লোহাগাড়ার দর্জিপাড়ায় শহীদ ইশমামের কবর জিয়ারতের মধ্য দিয়ে পদযাত্রা শুরু করা হচ্ছে।

এর আগে গতকাল রোববার দিবাগত রাতে দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন এনসিপির নেতা-কর্মীরা।

যাত্রাপথে দেওয়া বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, এনসিপির এই নির্বাচনী সফর চলবে টানা দশ দিন। যেসব আসনে দলীয় প্রার্থী রয়েছে এবং যেখানে এনসিপির সাংগঠনিক শক্তি তুলনামূলক বেশি, সেসব এলাকায় পথসভা করা হবে। তিনি জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের পক্ষে এনসিপি ৩০টি আসনে প্রার্থী দিয়েছে।

নির্বাচনী প্রচারণার লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, সুশাসন, রাষ্ট্রীয় সংস্কার ও সার্বভৌমত্ব—এই তিন বিষয়কে সামনে রেখেই এনসিপির প্রচারণা পরিচালিত হবে। পাশাপাশি ‘হ্যাঁ ভোট’ নিশ্চিত করাই এই জনসংযোগের মূল উদ্দেশ্য।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, প্রভাব বিস্তারের আশঙ্কা তারা শুরু থেকেই করে আসছেন। আগে আদালতে আইনজীবীদের মাধ্যমে চাপ সৃষ্টি করা হতো, এখন বিভিন্ন এলাকা থেকে মানুষ এনে বিশৃঙ্খলা বা মব তৈরির চেষ্টা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। দ্বৈত নাগরিকদের প্রার্থী হওয়ার সুযোগ নিয়েও প্রশ্ন তুলে জানান, এ বিষয়ে তারা আইনি পদক্ষেপ নিয়েছেন।

গণমাধ্যমের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এনসিপির মুখপাত্র। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সাংবাদিকতা স্বাধীনভাবে কাজ করবে—এমন প্রত্যাশা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, একটি রাজনৈতিক দলের দলীয় প্যাডে বিভিন্ন গণমাধ্যমকর্মীর নাম ব্যবহৃত হচ্ছে এবং বিজ্ঞাপনের আড়ালে দলীয় প্রচারণা চালানো হচ্ছে। এতে সমান মাঠ বা লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

পদযাত্রা প্রসঙ্গে আসিফ মাহমুদ আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে শুধু এনসিপির নয়, জোটভুক্ত সব দলের প্রার্থীদের পক্ষেই প্রচারণা চালানো হবে। একই এলাকায় সবাই না গিয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ার কৌশল নেওয়া হয়েছে, যাতে ভোটারদের কাছে বার্তা আরও বিস্তৃতভাবে পৌঁছায়।

চট্টগ্রামে অনুষ্ঠিতব্য এই নির্বাচনী পদযাত্রায় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, মুখ্য সমন্বয়কারী অ্যাডভোকেট তারিকুল ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা অংশ নেবেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত