ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক

২০২৬ জানুয়ারি ২৬ ১৬:৩২:০৬

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে জামায়াতে ইসলামীর চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। প্রতিনিধি দলে আরও রয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং সাবেক সচিব ড. খ ম কবিরুল ইসলামসহ চার নেতা।

নির্বাচন কমিশনের পক্ষে সিইসির সঙ্গে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পোস্টাল ব্যালটসহ বিভিন্ন নির্বাচনী অনুষঙ্গ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে জামায়াতের পক্ষ থেকে কমিশনের কাছে কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরা হতে পারে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত