ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২
জাহাজমারাকে উপজেলা করার ঘোষণা দিলেন হান্নান মাসউদ
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন ১০ দলীয় ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তিনি জাহাজমারা ইউনিয়নকে উপজেলা হিসেবে প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
রোববার (২৫ জানুয়ারি) রাতে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজারে এনসিপির কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হান্নান মাসউদ বলেন, জনগণের রায় পেলে বুড়িরচর ইউনিয়নকে পৌরসভা এবং জাহাজমারা ইউনিয়নকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে জাহাজমারা কমিউনিটি কলেজকে অনার্স ও মাস্টার্স পর্যায়ে উন্নীত করার আশ্বাসও দেন তিনি।
পথসভায় তিনি বলেন, আমি কথা বলছি সেই মানুষগুলোর হয়ে—যারা সিএনজি স্ট্যান্ডে চাঁদা দিতে বাধ্য হয়, যারা কৃষক ও জেলে হয়েও প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। আজ তারাই সবচেয়ে বেশি ভয় আর হুমকির মুখে রয়েছে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ প্রশাসনকে ভয় পায় না; ভয় পায় সন্ত্রাসীরা। এ কারণেই তারা ঘরে থাকতে পারে না, পালিয়ে বেড়াতে বাধ্য হয়। এই বাস্তবতা বদলাতেই আমাদের সংগ্রাম।
হাতিয়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা উল্লেখ করে হান্নান মাসউদ জানান, নিঝুম দ্বীপে যাতায়াত সহজ করতে জাহাজমারা থেকে মোক্তারিয়া ঘাট পর্যন্ত মহাসড়কের আদলে একটি উন্নত সড়ক নির্মাণ করা হবে। পাশাপাশি তিনি হাতিয়ার সামগ্রিক উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক আলা উদ্দিন, জাহাজমারা ইউনিয়ন জামায়াতের আমির মাহবুবুর রহমান, জামায়াত নেতা অ্যাডভোকেট নোমান সিদ্দিকীসহ স্থানীয় রাজনৈতিক নেতা, সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত বছরের ২৪ মার্চ রাতে জাহাজমারা বাজারে এক পথসভায় হামলার শিকার হন আব্দুল হান্নান মাসউদ। ওই ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে তিনি ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সড়কে অবস্থান কর্মসূচিও পালন করেছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ম্যারিকোর বিরুদ্ধে ১৮২৩ কোটি টাকার মামলা
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- তবে কি শেষ বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সম্ভাবনা?