ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

জনসভা ঘিরে ব্যাপক জনসমাগমের ইঙ্গিত, বিএনপির আগাম দুঃখ প্রকাশ

২০২৬ জানুয়ারি ২৬ ১৯:৩১:১৬

জনসভা ঘিরে ব্যাপক জনসমাগমের ইঙ্গিত, বিএনপির আগাম দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় বিশ বছর পর ময়মনসিংহে বড় রাজনৈতিক জমায়েত করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) নগরীর সার্কিট হাউজ মাঠে তাঁর নির্বাচনি জনসভাকে ঘিরে পুরো বিভাগজুড়ে ব্যাপক আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে। চার জেলা থেকে বিপুল মানুষের আগমন প্রত্যাশিত হওয়ায় নগরীতে সাময়িক যানজট ও চলাচলে ভোগান্তির আশঙ্কা করে আগেভাগেই দুঃখ প্রকাশ করেছে বিএনপি।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের আগমন ও জনসভা প্রসঙ্গে এসব কথা জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) মো. শরীফুল আলম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির ব্যবস্থাপনায় আয়োজিত এই জনসভাকে কেন্দ্র করে জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। সার্কিট হাউজ মাঠে মঞ্চ নির্মাণের কাজ চলছে পুরোদমে। পাশাপাশি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় শোভা পাচ্ছে ব্যানার, ফেস্টুন ও শুভেচ্ছা প্যানা।

নেতৃবৃন্দ আরও জানান, তারেক রহমানের জনসভায় সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের দলীয় প্রার্থী আলহাজ জাকির হোসেন বাবলু। একই মঞ্চে উপস্থিত থাকবেন ময়মনসিংহ বিভাগে বিএনপির চার জেলার মোট ২৪ জন সংসদীয় প্রার্থী।

সংবাদ সম্মেলনে শরীফুল আলম বলেন, দুই দশক পর তারেক রহমানের ময়মনসিংহে আগমন নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে। এই জনসভাকে ঘিরে চার জেলার নেতৃবৃন্দের সমন্বয়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জনসমাগমের দিক থেকে এ সমাবেশ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা ও বিভাগীয় প্রশাসনকে লিখিতভাবে অবহিত করা হয়েছে এবং সর্বাত্মক সহযোগিতা চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিপুল মানুষের সমাগমের কারণে নগরবাসীর স্বাভাবিক চলাচলে সাময়িক ভোগান্তি হতে পারে—এ জন্য আগাম দুঃখ প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি এই জনসভা সফল করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের দলীয় মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতা আমাদের মাঝে আসছেন—এটি আমাদের জন্য গর্বের বিষয়। নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে যে উদ্দীপনা তৈরি হয়েছে, তা জনসভাকে ঐতিহাসিক রূপ দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রুকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম. এ হান্নান খান এবং দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীদুল আলম খসরু।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত