ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

ঢাবি বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

২০২৬ জানুয়ারি ২৬ ১৯:৫৯:০৬

ঢাবি বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু হাজারো শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ করা হয়েছে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল। দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চলতি শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে মাত্র সাড়ে ৭ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পেরেছেন। যা আগের কয়েকটি শিক্ষাবর্ষের তুলনায় তুলনামূলকভাবে কম বলে মনে করা হচ্ছে।

এবারের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৬২১ জন প্রার্থী। এর মধ্যে বিজ্ঞানের ৭ হাজার ২১২, মানবিকের ৩০০ ও ব্যবসায় শিক্ষা শাখার ১০৯ জন শিক্ষার্থী রয়েছেন।

ফলাফল প্রকাশের পরপরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে তা দেখতে পারছেন ভর্তিচ্ছুরা। ফলাফল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে—অনেকে উচ্ছ্বসিত হলেও বড় একটি অংশ হতাশা প্রকাশ করেছে।

ফল দেখবেন যেভাবে:

ভর্তির ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) গিয়ে উচ্চমাধ্যমিক রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক রোল নম্বর দিয়ে লগইন করে ফলাফল দেখা যাবে। এছাড়া এসএমএস: গ্রামীণফোন, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU SCI টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএস-এ ফলাফল জানা যাবে। (উদাহরণ: DU SCI 1234567)

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন...

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত