ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

কুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০২৬ জানুয়ারি ২৬ ২০:৪৭:৩৩

কুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: প্রকৌশল শিক্ষায় আগ্রহী হাজারো ভর্তিচ্ছুর অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। রোববার (২৬ জানুয়ারি) রাতের দিকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষার ফল কুয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা অনলাইনে প্রবেশ করে নিজ নিজ রোল নম্বরের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ‘ক’ গ্রুপে (বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি) উত্তীর্ণ হয়েছেন মোট ৯ হাজার ১০ জন শিক্ষার্থী। অন্যদিকে ‘খ’ গ্রুপে (বিআর্ক) সফল হয়েছেন ৩০৪ জন ভর্তিচ্ছু। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা থেকে উত্তীর্ণ হয়েছেন আরও ২৮ জন শিক্ষার্থী।

এর আগে গত ১৫ জানুয়ারি কুয়েট ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রে একযোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে বুয়েট কেন্দ্রে পরীক্ষা দেন ৫ হাজার ৪৯১ জন এবং কুয়েট কেন্দ্রে অংশ নেন ৬ হাজার ২২২ জন শিক্ষার্থী।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ‘ক’ গ্রুপে মোট পরীক্ষার্থী ছিলেন ১১ হাজার ২৭০ জন এবং ‘খ’ গ্রুপে অংশ নেন ৪৪৩ জন। শুধু কুয়েট কেন্দ্রে ‘ক’ গ্রুপের পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫ হাজার ৭৭৯ জন ভর্তিচ্ছু।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী সময়ে ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত