ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

আসিফ-মাহফুজ ‘পদত্যাগ করছেন’ আজ, শূন্য পদে কে?

২০২৫ ডিসেম্বর ১০ ১০:৪৫:৩৫

আসিফ-মাহফুজ ‘পদত্যাগ করছেন’ আজ, শূন্য পদে কে?

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় পরিবর্তন আসতে চলেছে। সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদ থেকে সরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। তাদের পদত্যাগে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ শূন্য হবে।

বর্তমানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন। অন্যদিকে মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে তাদের বিদায়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে নতুন নেতৃত্ব বাছাই বা পূর্বের উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব বণ্টন নিয়ে সরকার অভ্যন্তরে আলোচনা চলছে।

সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, বিদ্যমান উপদেষ্টা আদিলুর রহমান খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় দেওয়া হতে পারে। বর্তমানে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছেন। আলোচনায় আরও উঠে এসেছে, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে।

তবে শুরুর দিকে আদিলুর রহমান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, এ মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম নিয়ে একাধিকবার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা ভবিষ্যতে তার ওপর দায় হিসেবে বর্তাতে পারে। তবু সরকারের যুক্তি ছিল—মেয়াদের শেষ সময়ে নতুন কাউকে আনা সম্ভব নয়, অভিজ্ঞদের মধ্য থেকেই দায়িত্ব বণ্টন করতে হবে। শেষ পর্যন্ত তাকে রাজি করানো হয়েছে।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নাহিদ ইসলামকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়। পরবর্তীতে দায়িত্ব পুনর্বণ্টনের মাধ্যমে আসিফ মাহমুদ শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বও পান, আর কিছুদিন পর মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব নেন।

পরে আবার দায়িত্ব পুনর্বণ্টনের সময় আসিফ মাহমুদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়, যা তিনি এখন পর্যন্ত সামলাচ্ছিলেন। অন্যদিকে ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশের সময় নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে দলের আহ্বায়ক হন। এরপরই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত