ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

বিজয়ের মাসে বনশ্রীতে জমজমাট হেমন্ত উৎসব

২০২৫ ডিসেম্বর ০৯ ১৬:১০:৩৩

বিজয়ের মাসে বনশ্রীতে জমজমাট হেমন্ত উৎসব

বিনোদন ডেস্ক:শীতের আমেজ ঘনিয়ে আসতেই বিজয়ের মাসে উদ্যোক্তাদের নিয়ে বর্ণিল আয়োজন করেছে বি এইচ বিজনেস ক্লাব। ২০২২ সাল থেকে ঈদ ও বিশেষ দিবসে নিয়মিত উদ্যোক্তা মেলার আয়োজনকারী এ প্ল্যাটফর্ম এবার আয়োজন করে জমজমাট হেমন্ত উৎসব। শুধু পণ্য প্রদর্শনী নয় নারী ও তরুণদের উদ্যোগী হয়ে ওঠার প্রেরণা তৈরি করা এবং তাদের স্বাবলম্বী হওয়ার পথে সহায়তা করাই ছিল এবারের উৎসবের মূল লক্ষ্য।

গত রোববার বনশ্রীর ব্লু অলিভ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই হেমন্ত উৎসবে অংশ নেন ৩০টিরও বেশি নারী উদ্যোক্তা। স্টলগুলোতে ছিল ফ্যাশন জুয়েলারি, কসমেটিকস, কিডস কালেকশন, হোম ডেকরসহ নানা ধরনের পণ্য। উদ্বোধনী দিনে ছিল লাইভ কনসার্টের আয়োজন, যা মেলাকে আরও প্রাণবন্ত করে তোলে।

এই আয়োজনে কোনো সেলিব্রিটিকে কেন্দ্র করে শোরগোল না থাকলেও উদ্যোক্তারা ছিলেন মূল আকর্ষণ। তবে তাদের অনুপ্রেরণা দিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠিত দুই ব্যক্তিত্ব প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধার সন্তান, জনপ্রিয় রন্ধনশিল্পী ও বাংলাদেশ বেতারের উপস্থাপিকা হাসিনা আনসার এবং বিশেষ অতিথি ফারজানা বুটিকস এর প্রতিষ্ঠাতা ফারজানা আফরিন।

তারা স্টল ঘুরে উদ্যোক্তাদের প্রশংসা করেন এবং উৎসাহ দেন। বক্তব্যে হাসিনা আনসার বলেন, “এ ধরনের মেলা শুধু পণ্যের প্রদর্শনী নয়; মানুষের স্বপ্নকে প্রকাশের সাহস দেয়। ঢাকায় এত কম খরচে অফলাইনে নেটওয়ার্ক বিস্তারের সুযোগ খুবই বিরল।”

তিনি ক্লাবের প্রতিষ্ঠাতা জান্নাতুল ফেরদৌস জান্নাতের ভূয়সী প্রশংসা করে বলেন,“জান্নাত উদ্যোক্তাদের স্বল্প খরচে স্টল দেয়, প্রচারে সহায়তা করে এবং এক প্ল্যাটফর্মে সবাইকে যুক্ত করে রাখেন যা প্রত্যেক উদ্যোক্তার ব্র্যান্ডিংয়ে অসাধারণ ভূমিকা রাখে।”

বিশেষ অতিথি ফারজানা আফরিন বলেন, “বড় সুপারশপে পণ্য কেনা সবার পক্ষে সম্ভব হয় না; তাই স্থানীয় ব্র্যান্ডগুলো হতে পারে মানুষের সাশ্রয়ী বিকল্প।”

স্থানীয় ব্র্যান্ডের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের সরাসরি পণ্য দেখার সুযোগও বাড়ছে। ফলে এমন প্ল্যাটফর্ম উদ্যোক্তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দর্শনার্থীদের জন্য ছিল বিশেষ শপিং অফার, শিশুদের কর্নার এবং বিনামূল্যে মেহেদি দেওয়ার ব্যবস্থা, যা মেলাকে উৎসবে পরিণত করে।

বি এইচ বিজনেস ক্লাব শুধু মেলাতেই সীমাবদ্ধ নয়; নিয়মিত আয়োজন করে বাস্তবমুখী উদ্যোক্তা ওয়ার্কশপ যেখানে শেখানো হয় অনলাইন ব্যবসা, প্রোডাক্ট ফটোগ্রাফি সহ নানা বিষয়। ক্লাবের প্রতিটি সফল উদ্যোক্তার পেছনে আছেন নীরব কর্মযোদ্ধা প্রতিষ্ঠাতা জান্নাতুল ফেরদৌস জান্নাত, যিনি স্বল্প ফিতে স্টল বরাদ্দ দেন, মিডিয়া কভারেজ নিশ্চিত করেন এবং ব্র্যান্ড প্রোমোশনের সুযোগ তৈরি করেন।

জান্নাত সবসময় বলেন “আমি চাই আমার পরিচয় নয়; উদ্যোক্তারা যেন তাদের কাজ দিয়ে নিজেদের পরিচিতি তৈরি করতে পারে। তাদের স্বপ্ন পূরণে পাশে থাকাই আমার লক্ষ্য।”

সংগ্রামের ভেতর থেকে উঠে আসা জান্নাত আজ বি এইচ বিজনেস ক্লাবকে পরিণত করেছেন সাহস, সম্ভাবনা ও স্বপ্নবিকাশের একটি নির্ভরতার জায়গায়।

বাংলাদেশে যেখানে বহু তরুণ-তরুণী উচ্চশিক্ষা শেষে বেকারত্বের অনিশ্চয়তায় হতাশ, সেখানে বি এইচ বিজনেস ক্লাব হয়ে উঠেছে এক আলোকবর্তিকা প্রমাণ করে যে উদ্যোক্তা হওয়া শুধু আয় নয়; এটি আত্মমর্যাদা, আত্মবিশ্বাস এবং সমাজ পরিবর্তনের শক্তি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত