ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

জাপানে ভয়াবহ ভূমিকম্প, উপকূলে আঘাত হেনেছে সুনামি

২০২৫ ডিসেম্বর ০৮ ২২:৩১:২১

জাপানে ভয়াবহ ভূমিকম্প, উপকূলে আঘাত হেনেছে সুনামি

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে আঘাত হানা এই ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে হোক্কাইডো অঞ্চলের উপকূলে ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পটির উৎপত্তি জাপানের উত্তরাঞ্চলীয় মিসাওয়া শহর থেকে ৭৩ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্ব দিকে এবং ভূপৃষ্ঠ থেকে ৫৩ দশমিক ১ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পরপরই দেশটির হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারের প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে উচ্চমাত্রার সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, এসব উপকূলে সর্বোচ্চ তিন মিটার (১০ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে আওমোরি থেকে ইওয়া পর্যন্ত বন্দর এলাকাগুলোতে সুনামির প্রভাব শুরু হয়েছে। তবে শক্তিশালী এই কম্পন ও সুনামির ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত