ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

আজ থেকে বাড়তি দামে বিক্রি হবে ভোজ্যতেল

২০২৫ ডিসেম্বর ০৮ ১১:১৫:১৫

আজ থেকে বাড়তি দামে বিক্রি হবে ভোজ্যতেল

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম। এক লাফে লিটারে আরও ৬ টাকা বাড়িয়ে আজ সোমবার থেকে নতুন দাম কার্যকর করেছে সংশ্লিষ্ট সংগঠনগুলো। এতে সাধারণ ক্রেতাদের রান্নার বাজারে বাড়তি চাপ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে।

রোববার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা এবং আন্তর্জাতিক বাজারের মূল্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা বাড়িয়ে এখন প্রতি লিটার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম দাঁড়িয়েছে ৯৫৫ টাকা। খোলা সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৭৬ টাকা।

এদিকে নতুন দামের প্রভাব পড়ার সঙ্গে সঙ্গেই বাজারে নড়চড় দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন ক্রেতারা। তাদের মতে, নিয়মিতভাবে তেলের দাম ওঠানামা পরিবারের খরচ ব্যবস্থাপনায় চাপ বাড়িয়ে দেয়।

ইএইচপি

ট্যাগ: নতুন দাম ভোজ্যতেলের দাম বাণিজ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক বাজার বাজার বিশ্লেষণ সয়াবিন তেল বোতলজাত তেল ভোজ্যতেল দাম বৃদ্ধি খোলা তেল ভোক্তা দুর্ভোগ সয়াবিন তেলের দাম তেলের নতুন দাম পাম তেলের দাম তেলের দাম বৃদ্ধি তেলের দর সয়াবিন তেলে ৬ টাকা বৃদ্ধি খোলা সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়ল ৫ লিটার সয়াবিনের দাম ৩৩ টাকা বৃদ্ধি পাম তেলের দাম ১৬ টাকা বৃদ্ধি সয়াবিন তেল লিটার ১৯৫ টাকা খোলা সয়াবিন তেল লিটার ১৭৬ টাকা ৫ লিটার সয়াবিন তেল ৯৫৫ টাকা পাম তেল লিটার ১৬৬ টাকা তেলের দাম ৮ ডিসেম্বর থেকে কার্যকর তেলের দাম বাড়ার ঘোষণা ৭ ডিসেম্বর আজকের তেলের দাম কত সোমবার থেকে তেলের নতুন দাম বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স ভোজ্যতেল অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয় তেলের দাম বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় ভোজ্যতেলের দাম কত বাড়ল সয়াবিন তেলের নতুন দর তালিকা খোলা সয়াবিন ১৯৫ টাকা দাম বৃদ্ধি নিয়ে বাণিজ্য উপদেষ্টা Edible Oil Price Hike Bangladesh Soybean Oil Price Bangladesh Palm Oil Price Increase New Oil Price Oil price increase per liter Soybean oil price hike 6 taka Loose soybean oil 7 taka increase 5-liter soybean oil price jump Soybean oil 195 taka per liter New price of 5 liter soybean oil 955 Open palm oil 166 taka Oil price update today Edible oil price effective December 8 Oil price increase from tomorrow Bangladesh oil price news December 7 BVOVRBMA oil price Bangladesh Vegetable Oil Refiners Association Commerce Ministry oil price International market price adjustment Sheikh Bashir Uddin oil price Bangladesh Latest Oil Price News Hot news oil price Market update edible oil

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত