ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
কম্বোডিয়ায় হামলা চালাল থাই যুদ্ধবিমান
আন্তর্জাতিক ডেস্ক: সীমান্ত উত্তেজনা নতুন মাত্রা পেল কম্বোডিয়ার অভ্যন্তরে সরাসরি বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী। সোমবার ভোরে পরিচালিত এ আঘাত দুই দেশের টানাপোড়েনকে আরও তীব্র করে তুলেছে।
থাই সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তরের (আইএসপিআর) প্রধান মেজর জেনারেল উইনথাই সুভারি স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, কম্বোডিয়ার চং এন মা পাস এলাকায় তাদের আর্টিলারি ও মর্টার সংরক্ষণকারী অস্ত্রাগারকে লক্ষ্য করে হামলা হয়। থাই পক্ষের দাবি এই অস্ত্রগুলো নিয়মিতভাবে থাই সেনা ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছিল।
বিবৃতিতে আরও বলা হয়, রোববার কম্বোডীয় সেনাদের গোলাবর্ষণে একজন থাই সেনা নিহত এবং দু’জন আহত হন। তার প্রতিক্রিয়াতেই বিমান হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, পৃথক বিবৃতিতে কম্বোডীয় সেনাবাহিনীর আইএসপিআর জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৪ মিনিটে থাই যুদ্ধবিমান তাদের সেনা স্থাপনায় হামলা চালায়। তারা অভিযোগ করে, কয়েকদিন ধরে থাই বাহিনী সীমান্তে উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে এবং সাম্প্রতিক বিমান হামলাও তারই অংশ।
তবে হামলায় কম্বোডিয়ার ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো প্রকাশ পায়নি।
রোববার দুপুরে সি সা কেত প্রদেশ সীমান্তে কম্বোডীয় বাহিনীর গোলাবর্ষণে দুই থাই সেনা আহত হওয়ায় উত্তেজনা আরও বাড়ে। পাল্টা জবাব দেয় থাই সেনারাও।
সংঘর্ষ থামার পর পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় সীমান্তবর্তী এলাকা থেকে ব্যাপকভাবে মানুষ সরিয়ে নিতে শুরু করে থাই কর্তৃপক্ষ। থাইল্যান্ডের চার প্রদেশ বুরি রাম, সুরিন, সি সা কেত এবং উবন রাতচাথানি থেকে হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। সিএনএনের তথ্য অনুযায়ী, কম্বোডিয়া সীমান্তবর্তী গ্রাম-শহরগুলোর প্রায় ৭০ শতাংশ মানুষ আশ্রয়ে নেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলো ইসি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ