ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

‘মাদক-সন্ত্রাসের সঙ্গে কোনো আপস নেই’

২০২৫ ডিসেম্বর ০৭ ২২:৩৫:২৩

‘মাদক-সন্ত্রাসের সঙ্গে কোনো আপস নেই’

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, রাজধানীর প্রতিটি এলাকা থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে তিনি কঠোর অবস্থান বজায় রাখবেন। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে খেলার মাঠ, বিনোদনকেন্দ্র ও সামাজিক অবকাশের স্থানগুলো দখলে নেওয়ায় যুবসমাজ বিপথে যাচ্ছে। নির্বাচিত হলে এসব স্থাপনা জনগণের জন্য উন্মুক্ত ও দখলমুক্ত করার প্রতিশ্রুতি দেন তিনি।

রোববার বিকেলে রাজধানীর মালিবাগ আবুজর গিফারী কলেজের কনফারেন্স রুমে ১২ নম্বর ওয়ার্ডের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং স্থানীয় মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বর্তমান পরিস্থিতিকে ‘চরম অব্যবস্থাপনায় ভরা’ দাবি করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর খেলার মাঠ থেকে শুরু করে বিনোদনের স্থান কোনো কিছুকেই রেহাই দেয়নি। অচেনা মানুষেরা এলাকায় এসে দখলদারিত্ব চালাচ্ছে, ফলে এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ভেঙে পড়েছে। নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, “আমি এই এলাকারই সন্তান, তাই প্রতিশ্রুতি দিয়ে হারিয়ে যাওয়ার সুযোগ আমার নেই।”

দীর্ঘ ১৭ বছর পরে কলেজে এসে তিনি নানা পরিবর্তন দেখে বিস্ময় প্রকাশ করেন। দখল ও অব্যবস্থাপনায় নষ্ট হয়ে যাওয়া স্থাপনাগুলোর পুনর্গঠন জরুরি বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি মাদকসেবন বৃদ্ধি ও মাদক সিন্ডিকেটের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ জানান। তার দাবি, মাদক এখন পরিবার নয়, গোটা সমাজের জন্য হুমকি। জনগণের সহযোগিতা পেলে মাদক নির্মূলে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় তিনি ঢাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানের জন্য খাল ও জলাশয় দখলমুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তার মতে, পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়াই শহরের দুর্ভোগ বাড়িয়েছে, যা দ্রুত সমাধান করতে হবে।

অন্যদিকে, অনুষ্ঠানে উপস্থিত সাবেক কমিশনার সাজ্জাদ জহিরের সভাপতিত্বে এবং ফজলে রুবায়েত পাপ্পুর সঞ্চালনায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা নিজেদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশা তুলে ধরেন, যা এলাকার উন্নয়ন-পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত