ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

রাজধানীতে আজকের কর্মসূচি (২৭ জানুয়ারি)

২০২৬ জানুয়ারি ২৭ ১০:১৯:৪৮

রাজধানীতে আজকের কর্মসূচি (২৭ জানুয়ারি)

নিজস্ব প্রতিবেদক: আজ ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার। জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ রাজনৈতিক প্রচারণা, উচ্চপর্যায়ের সরকারি বৈঠক এবং বিভিন্ন সেমিনারে মুখর থাকবে রাজধানীসহ দেশ। এক নজরে দেখে নিন আজকের উল্লেখযোগ্য কর্মসূচিসমূহ:

তারেক রহমানের পঞ্চম নির্বাচনি সফর:

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পঞ্চম নির্বাচনি জনসভা আজ ময়মনসিংহে অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত এই বিশাল সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এই সফরে অংশ নিতে বেলা ১১টার দিকে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। একই সঙ্গে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারণা চলবে মহাখালীর কড়াইল বউবাজার এলাকায়।

রাজধানীতে প্রার্থীদের ব্যস্ততা:

ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিরপুর ১০ ও বেনারসি পল্লী এলাকায় গণসংযোগ করবেন। ঢাকা-০৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন সারাদিন গেন্ডারিয়া থানার ৪৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পথসভা ও প্রচারণা চালাবেন। অন্যদিকে, ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিকেল সাড়ে ৩টা থেকে নির্বাচনি গণসংযোগে নামবেন।

আইনজীবীদের পদযাত্রা:

বিকেল ৪টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ধানের শীষের পক্ষে এক প্রচার পদযাত্রা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পদযাত্রাটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সেনাপ্রধান ও অর্থ উপদেষ্টার কর্মসূচি:

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সকাল ১০টায় রংপুর এরিয়া পরিদর্শন করবেন এবং সেখানে সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এদিকে, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সকাল ১১টা থেকে সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত এবং সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির গুরুত্বপূর্ণ দুটি সভায় সভাপতিত্ব করবেন।

সেমিনার ও গোলটেবিল বৈঠক:

সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘গণভোট ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেল ৩টায় সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশে গণমাধ্যম সংস্কার: স্বাধীনতা, দায়িত্ব ও ক্ষমতার সমন্বয়’ শীর্ষক একটি গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত