ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

‘১৯৭১ সালেই জাতি তাদের চিনে ফেলেছে’

২০২৫ ডিসেম্বর ০৭ ২১:৫৫:৫৮

‘১৯৭১ সালেই জাতি তাদের চিনে ফেলেছে’

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের রাজনীতিতে যাদের ‘দেখানোর’ চেষ্টা করা হচ্ছে, জনগণ তাঁদের চরিত্র বহু আগেই চিনে নিয়েছে। তিনি মন্তব্য করেন এদের কর্মকাণ্ড নতুন কিছু নয়; বাঙালি ১৯৭১ সালেই তাঁদের প্রকৃত চেহারা দেখে ফেলেছে।

রোববার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক ৭ দিনব্যাপী কর্মসূচির সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তারেক রহমান বলেন, “১৯৭১ সালে নিজেদের স্বার্থ রক্ষায় কীভাবে লাখ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল, সেটি ইতিহাস স্পষ্টভাবে বলে। আবার পতিত স্বৈরাচার ক্ষমতা আঁকড়ে ধরতে হাজারো মানুষকে হত্যা করেছিল এটিও জনগণের স্মৃতিতে অম্লান। যাদের আবার দেখানোর চেষ্টা চলছে, তাদের ভয়ঙ্কর অতীত জাতি ভুলে যায়নি। শুধু হত্যা নয়, তাঁদের সহযোগীরা মা-বোনদের ইজ্জত লুণ্ঠনেও জড়িত ছিল এ কথাও মনে রাখতে হবে।”

সামাজিক বিভিন্ন অন্ধবিশ্বাস ও বিভ্রান্তিকর কর্মকাণ্ড নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, “কিছু ব্যক্তি আজ এমন কিছু বিষয়কে টিকিটের মতো বিক্রি করছে, যা একমাত্র আল্লাহ তাআলাই নির্ধারণ করতে পারেন। সাধারণ যুক্তি থেকে বললে, এসব কার্যক্রম অনেকটাই শিরকের পর্যায়ে পড়ে।”

দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম একমাত্র দল বিএনপি এ দাবি তুলে তিনি বলেন, “২০০১-২০০৬ সালে বিএনপি সরকার দেশে দুর্নীতি রোধে নজির স্থাপন করেছিল। ভবিষ্যতেও আমরা সেই সক্ষমতা দেখাতে পারবো বলে বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনী গড়ে তুলে বিএনপি তখন দেশের স্থিতিশীলতা ফিরিয়ে এনেছিল। কিন্তু পরবর্তী স্বৈরাচার সরকার সেই বাহিনীগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে।”

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তিনি বলেন, “দেশ স্বৈরাচারের পতন ঘটিয়েছে। ১৬ বছরের ধ্বংসাবশেষ আজও জনগণের জীবনের প্রতিটি স্তরে অনুভূত হয়। দুই মাস পরের নির্বাচনে বিএনপি আশাবাদী, কারণ সংকটের প্রতিবারের মতোই জনগণ আমাদের ওপর আস্থা রেখেছে।”

জনগণের শক্তিকেই বিএনপির রাজনৈতিক ভিত্তি উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের মানুষের সিদ্ধান্তই চূড়ান্ত। জনগণ যেকোনো রায় দিলে বিএনপি তা বিনম্রভাবে মেনে নেবে—কারণ তাঁদের লক্ষ্য দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত