ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

‘রাজনীতিতে দাদাগিরি বরদাশত হবে না’

২০২৫ ডিসেম্বর ০৬ ১৯:৪২:৪৪

‘রাজনীতিতে দাদাগিরি বরদাশত হবে না’

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের রাজনীতি থেকে দাদাগিরি ও অবৈধ ক্ষমতার প্রয়োগ আর বরদাশত করা হবে না। তিনি বলেন, জনগণ আগামী নির্বাচনে যে দলকে লাল কার্ড দেখাবে, সেটি সেই সতর্কবার্তা হিসেবে বিবেচিত হবে।

শনিবার সিলেটের আলিয়া মাদরাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, যারা দেশের সম্পদ লুট করেছে এবং বিদেশে পাচার করেছে, তাদের প্রতারণা আর চলবে না।

শফিকুর রহমানের বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশে উল্লেখ করা হয়, ফ্যাসিস্টরা দেশ থেকে চলে গেলেও তাদের কালো ছায়া এখনো কাটেনি। একদল অপকর্ম করে পালিয়েছে, আরেকদল সেই অপকর্মের দায়ভার কাঁধে নিয়েছে। তিনি অভিযোগ করেন, একদল দখলদার জনগণের ক্ষোভের কারণ হয়ে উঠেছে, আরেকদল আরও বেপরোয়া।

জামায়াত আমির বলেন, প্রশাসনিক হস্তক্ষেপ বা ক্যু করে নির্বাচন হাইজ্যাক করার দিন শেষ। দেশের নতুন সূর্য উঠবে কোরআন বুকে নিয়ে। লুটপাটকারীদের হাত থেকে দেশ উদ্ধার করে দেশপ্রেমিকদের হাতে তুলে দেওয়া হবে। তিনি প্রতিশ্রুতি দেন, যুব সমাজ ও সাধারণ মানুষের বাংলাদেশ গড়ে উঠবে।

উল্লেখ্য, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)সহ অন্যান্য দলের নেতারা বক্তব্য দেন।

সিলেট সমাবেশে জামায়াতের আমির বলেন, “বাংলাদেশ চলবে আল্লাহর নির্দেশে এবং জনগণের পছন্দে। যারা বিদেশের আশ্রয় নিয়েছেন, তারা এখন আর প্রতারণা চালাতে পারবে না।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত