ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

ইমরান খানকে ‘জাতীয় নিরাপত্তার হুমকি’ আখ্যা দিয়ে সাক্ষাৎ নিষিদ্ধ

২০২৫ ডিসেম্বর ০৬ ১৬:০৪:২৪

ইমরান খানকে ‘জাতীয় নিরাপত্তার হুমকি’ আখ্যা দিয়ে সাক্ষাৎ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে কারাগারে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।

শুক্রবার (৫ ডিসেম্বর) পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই ঘোষণা দেন। ইমরান খানকে ‘যুদ্ধ উন্মাদনায় চরমপন্থি’ ও ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে অভিহিত করে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, “আইন অনুযায়ী বন্দিদের সাক্ষাতের সুযোগ থাকলেও, ইমরান খানের ক্ষেত্রে আর কোনো বৈঠক হবে না। এখন থেকে তার সঙ্গে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ।”

মন্ত্রীর দাবি, জেলের নিয়ম অনুযায়ী সাক্ষাতের সময় জেল সুপারিনটেনডেন্ট উপস্থিত থাকেন এবং দেখা গেছে ইমরান খান সাক্ষাতের সুযোগ নিয়ে রাজনৈতিক নির্দেশনা দিচ্ছেন এবং অস্থিরতা উসকে দিচ্ছেন। তথ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, জেলের ভেতর থেকে ‘শত্রুর এজেন্ডা’ বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না।

এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেই পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে ইমরান খানকে ‘মানসিক ভারসাম্যহীন’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী বিদেশি শক্তির হয়ে কাজ করছেন এবং সশস্ত্র বাহিনীকে লক্ষ্যবস্তু করছেন।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর এক এক্স পোস্টে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে কটাক্ষ করেছিলেন ইমরান খান। এর জেরে সেনাবাহিনী ও সরকারের পক্ষ থেকে এই পাল্টা কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলো।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত