ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২
খালেদা জিয়ার পাশে পুত্রবধূ জোবায়দা রহমান
নিজস্ব প্রতিবেদক: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রায় সঙ্গী হতে ঢাকায় পৌঁছেছেন তার পুত্রবধু ডা. জোবায়দা রহমান। বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকতা শেষে একটি সবুজ রঙের গাড়িতে চেপে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান এবং খালেদা জিয়ার পাশে অবস্থান নেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের তথ্য অনুযায়ী, শুক্রবার বেলা ১০টা ৪৩ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ডা. জোবায়দা। বিমানবন্দরে তাঁর অভ্যর্থনা জানান যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বেলি, ডা. জোবায়দার বড় বোন শাহিনা খান জামান বিন্দু ও তার স্বামী অবসরপ্রাপ্ত এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান। এছাড়া বিএনপির একাধিক নেতা ও কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
ডা. জোবায়দা বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে (বিজে-৩০২) ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তবে কাতারের আমীরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো ঢাকায় পৌঁছায়নি, যার কারণে খালেদা জিয়ার লন্ডন যাত্রা কিছুটা পিছিয়ে যাচ্ছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসতে পারছে না। সব ঠিক থাকলে এটি শনিবার ঢাকায় পৌঁছাবে। তিনি বলেন, “ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড অনুমোদন দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ ডিসেম্বর (রবিবার) তিনি লন্ডনের উদ্দেশ্যে ফ্লাই করবেন।”
চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি কাতারের আমীরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হয়েছিল। চার মাস চিকিৎসা শেষে ৫ মে দেশে ফেরার সময়ও তাঁর সঙ্গে পুত্রবধু ডা. জোবায়দা ছিলেন।
২০০৮ সালে কারামুক্ত হওয়ার পর বিএনপি চেয়ারপারসনের স্বামী তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য স্ত্রী ও কন্যা সহ লন্ডন গিয়েছিলেন। এরপর প্রায় ১৭ বছর পর দেশে ফিরে এক মাস কাটানোর পর ৫ জুন আবার জোবায়দা লন্ডনে গেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ জানুয়ারি)
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল