ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
খালেদা জিয়ার পাশে পুত্রবধূ জোবায়দা রহমান
নিজস্ব প্রতিবেদক: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রায় সঙ্গী হতে ঢাকায় পৌঁছেছেন তার পুত্রবধু ডা. জোবায়দা রহমান। বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকতা শেষে একটি সবুজ রঙের গাড়িতে চেপে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান এবং খালেদা জিয়ার পাশে অবস্থান নেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের তথ্য অনুযায়ী, শুক্রবার বেলা ১০টা ৪৩ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ডা. জোবায়দা। বিমানবন্দরে তাঁর অভ্যর্থনা জানান যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বেলি, ডা. জোবায়দার বড় বোন শাহিনা খান জামান বিন্দু ও তার স্বামী অবসরপ্রাপ্ত এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান। এছাড়া বিএনপির একাধিক নেতা ও কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
ডা. জোবায়দা বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে (বিজে-৩০২) ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তবে কাতারের আমীরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো ঢাকায় পৌঁছায়নি, যার কারণে খালেদা জিয়ার লন্ডন যাত্রা কিছুটা পিছিয়ে যাচ্ছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসতে পারছে না। সব ঠিক থাকলে এটি শনিবার ঢাকায় পৌঁছাবে। তিনি বলেন, “ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড অনুমোদন দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ ডিসেম্বর (রবিবার) তিনি লন্ডনের উদ্দেশ্যে ফ্লাই করবেন।”
চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি কাতারের আমীরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হয়েছিল। চার মাস চিকিৎসা শেষে ৫ মে দেশে ফেরার সময়ও তাঁর সঙ্গে পুত্রবধু ডা. জোবায়দা ছিলেন।
২০০৮ সালে কারামুক্ত হওয়ার পর বিএনপি চেয়ারপারসনের স্বামী তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য স্ত্রী ও কন্যা সহ লন্ডন গিয়েছিলেন। এরপর প্রায় ১৭ বছর পর দেশে ফিরে এক মাস কাটানোর পর ৫ জুন আবার জোবায়দা লন্ডনে গেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৬ মাত্রার
- দেশে ফের মধ্যরাতে ভূমিকম্প অনুভূত