ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২

ইউক্রেন সেনা না সরালে যুদ্ধ থামবে না: পুতিন

২০২৫ নভেম্বর ২৮ ১২:৩৬:১১

ইউক্রেন সেনা না সরালে যুদ্ধ থামবে না: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন শর্ত ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্ট করে জানান, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলো থেকে ইউক্রেন সেনা প্রত্যাহার না করা পর্যন্ত মস্কো সামরিক অভিযান থামাবে না। অর্থাৎ কিয়েভ সেনা না সরালে যুদ্ধ অব্যাহত থাকবে বলেও সতর্ক করেন তিনি।

রাশিয়া দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের দখলে থাকা ইউক্রেনীয় ভূখণ্ডের ওপর কিয়েভকে আইনি স্বীকৃতি দিতে হবে। এর মধ্যে রয়েছে ২০১৪ সালে রাশিয়ার সঙ্গে যুক্ত ক্রিমিয়া উপদ্বীপ এবং দনবাস অঞ্চল, যার বৃহত্তর অংশ বর্তমানে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। তবে কিয়েভ জানিয়ে দিয়েছে, দনবাস অঞ্চলের নিজেদের নিয়ন্ত্রিত অংশ কোনোভাবেই ছেড়ে দেবে না এবং আগ্রাসনের বিনিময়ে রাশিয়াকে পুরস্কৃত করা হবে না।

পুতিনের সাম্প্রতিক বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া শান্তির কোনো সত্যিকারের প্রচেষ্টাকে সম্মান করছে না।কিরগিজস্তানে সাংবাদিকদের সঙ্গে আলাপে পুতিন অভিযোগ করেন, কিয়েভ শেষ সৈন্য পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে চায় এবং রাশিয়াও এমন পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। তিনি আরও দাবি করেন, বর্তমানে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতি রয়েছে এবং দনবাস থেকে ইউক্রেন সেনা না সরলে যুদ্ধ থামবে না।

পুতিন সতর্কবার্তা দিয়ে বলেন, “যদি তারা না সরে, তাহলে শক্তি প্রয়োগ করেই আমরা লক্ষ্য অর্জন করবো।”

তবে দনবাসে রাশিয়ার ধীরগতির অগ্রগতি মানবসম্পদে বড় ক্ষতির বিনিময়ে আসছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার’-এর (ISW) বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমান গতিতে পুরো দোনেৎস্ক অঞ্চল দখল করতে রাশিয়ার আরও প্রায় দুই বছর লাগতে পারে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত