ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

যুক্তরাজ্যে স্থায়ী অনুমতির জন্য কত বছর অপেক্ষা করতে হবে?

২০২৫ নভেম্বর ২৩ ১৬:৪০:০৬

যুক্তরাজ্যে স্থায়ী অনুমতির জন্য কত বছর অপেক্ষা করতে হবে?

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাজ্যে অভিবাসননীতি আরও কঠোর হতে যাচ্ছে। নতুন প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, নিয়মিত অভিবাসীরাও স্থায়ী বসবাসের অনুমতি পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছেন, সরকার নিয়মিত অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার আগে সর্বোচ্চ ২০ বছর অপেক্ষার পরিকল্পনা করছে।

শাবানা মাহমুদ বলেছেন, নিয়মিত এবং অনিয়মিত উভয় ধরনের অভিবাসন কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি কিছুটা জনমত জরিপের প্রতিক্রিয়ার ফলও হতে পারে। কারণ দেশে অভিবাসনবিরোধী নেতা নাইজেল ফারাজের নেতৃত্বাধীন ডানপন্থি রিফর্ম ইউকে পার্টির প্রতি সমর্থন বাড়ছে। এছাড়াও এটি সরকারি সেবার ওপর অতিরিক্ত চাপ কমানোর প্রচেষ্টাও বলে দেখা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অভিবাসী পরিবারে জন্ম নেওয়া বা নিয়মিত পথে আসা ব্যক্তিরা এই দেশে স্থায়ীভাবে বসবাস করা কোনো অধিকার নয়, বরং এটি একটি সুবিধা, যা অর্জন করতে হয়। চলতি বছরের মে মাসে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, স্থায়ী বসবাসের অনুমতি পেতে যোগ্যতার সময়সীমা পাঁচ বছর থেকে ১০ বছর বাড়ানোর কথা ভাবা হচ্ছে।

এখন শাবানা মাহমুদের প্রস্তাব অনুযায়ী, যারা নিয়মিতভাবে যুক্তরাজ্যে এসেছেন এবং ১২ মাসের বেশি সময় সুবিধা নিয়েছেন, তাদের স্থায়ী বসবাসের অনুমতি পেতে ২০ বছর অপেক্ষা করতে হবে। অনিয়মিত অভিবাসীদের ক্ষেত্রে এই সময়সীমা ৩০ বছর।

তবে ডাক্তার ও নার্সসহ সরকারি সেবাখাতের কর্মীদের জন্য অপেক্ষার সময় সীমিত রাখা হয়েছে পাঁচ বছর। উচ্চ আয় সম্পন্ন অভিবাসীরা তিন বছরের মধ্যে স্থায়ী বসবাসের যোগ্য হবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রস্তাব আগামী ১২ সপ্তাহ যাচাই-বাছাইয়ের পর কার্যকর হবে এবং আশা করা হচ্ছে, আগামী এপ্রিল থেকে এটি বাস্তবায়িত হবে।

শাবানা মাহমুদ আরও জানিয়েছেন, স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদনকারীদের অপরাধমুক্ত হতে হবে, ইংরেজিতে দক্ষ হতে হবে, ঋণমুক্ত থাকতে হবে এবং তিন বছর সামাজিক নিরাপত্তা কর পরিশোধ করতে হবে। স্থায়ী বা অনির্দিষ্টকালের বসবাসের অনুমতি (আইএলআর) অর্থাৎ, একজন ব্যক্তি ব্রিটেনে সীমাহীনভাবে বসবাস, কাজ ও পড়াশোনা করতে পারবে এবং এটি নাগরিকত্বের পথে গুরুত্বপূর্ণ।

সরকারের অনুমান, বর্তমানে যুক্তরাজ্যে নিট অভিবাসন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে অন্তত ১৬ লাখ মানুষ আইনগতভাবে স্থায়ীভাবে বসবাসের যোগ্য হবেন। তবে রিফর্ম ইউকে পার্টি চাইছে, অনির্দিষ্টকাল ধরে বসবাসের অনুমতি বাতিল করে অভিবাসীদের প্রতি পাঁচ বছর পর পুনরায় ভিসার জন্য আবেদন বাধ্যতামূলক করা হোক।

অন্যদিকে শাবানা মাহমুদ শরণার্থীদের সুরক্ষা কমানোর পরিকল্পনা ঘোষণা করেছেন এবং যেসব দেশ অনিয়মিত অভিবাসীদের ফেরত নিতে অস্বীকার করবে তাদের জন্য ভিসা নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন। তবে তাঁর এ পদক্ষেপের সমালোচনা করেছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা। তিনি বলেছেন, শাবানা মাহমুদ “জনপ্রিয়ধারার অতি ডানপন্থি” এবং “জাতিগত স্টেরিওটাইপ” মন্তব্য করছেন। এর আগে শাবানা মাহমুদ উল্লেখ করেছিলেন, ৭০০ আলবেনীয় পরিবার করদাতাদের অর্থে পরিচালিত আবাসনে বসবাস করছেন, কিন্তু তাদের আশ্রয়ের আবেদন ব্যর্থ হয়েছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত