ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্তে জোরালো ভূমিকম্প

২০২৫ নভেম্বর ২১ ১১:৩৭:৪১

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্তে জোরালো ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যসহ সীমান্তবর্তী বাংলাদেশের কিছু অঞ্চলে শুক্রবার সকাল থেকে জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে। কলকাতা, কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত কম্পন টের পেয়েছেন মানুষ। আতঙ্কিত হয়ে অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যান।

আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫.৫ রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের নরসিংদী জেলা থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, মাটির ১০ কিলোমিটার গভীরে।

পশ্চিমবঙ্গের হুগলি, নদিয়া, মুর্শিদাবাদসহ একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, কম্পন সকাল ১০টা ৮ মিনিট নাগাদ শুরু হয়ে কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এই কম্পন দেখে মানুষ আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত