ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

ভারতীয়দের জন্য ইরান প্রবেশে কঠোর ও নতুন নিয়ম 

২০২৫ নভেম্বর ১৮ ১৭:১১:২২

ভারতীয়দের জন্য ইরান প্রবেশে কঠোর ও নতুন নিয়ম 

আন্তর্জাতিক ডেস্ক :মানব পাচার ও ভুয়া চাকরির প্রলোভনে ভারতীয় নাগরিকদের ইরানে পাচারের ঘটনায় উদ্বিগ্ন হয়ে দেশটির সরকার ভিসামুক্ত প্রবেশ সুবিধা স্থগিত করেছে। এই নতুন নিয়ম আগামী শনিবার (২২ নভেম্বর) থেকে কার্যকর হবে। এর ফলে ভারতীয়রা ইরান প্রবেশ বা ট্রানজিট করতে চাইলে আগেই ভিসা সংগ্রহ করতে বাধ্য হবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ইরানের এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো মানব পাচারকারী চক্রের কার্যক্রম বন্ধ করা। মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, ভিসামুক্ত প্রবেশ সুবিধা কাজে লাগিয়ে দালালচক্র ভারতীয়দের ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে ইরানে পাঠাচ্ছিল। অনেককে বলা হচ্ছিল, ইরানে গিয়ে উচ্চ বেতনের চাকরির সুযোগ পাবেন বা সেখান থেকে সহজে উপসাগরীয় দেশ বা ইউরোপে পৌঁছানো সম্ভব। তবে বাস্তবে ইরানে পৌঁছানোর পর অনেককে অপহরণ করে মুক্তিপণ আদায় করা হয়েছিল।

ক্রমাগত কয়েকটি অপহরণ ও পাচারের ঘটনার পর বিষয়টি ভারত সরকারের নজরে আসে। তদন্তে দেখা যায়, ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে ভারতীয়দের ইরানে নিয়ে যাওয়া ও আটকে রাখার ঘটনা বাড়ছে। এর আগে গত মাসে ভারত সরকার ইতিমধ্যেই সতর্ক করেছিল, কিছু দালাল ভুয়া চাকরির অফার দেখিয়ে মানুষকে ইরানে পাঠাচ্ছে এবং ভিসামুক্ত প্রবেশ সুবিধা শুধুমাত্র পর্যটনের জন্য, চাকরির উদ্দেশ্যে নয়।

২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ইরান কয়েকটি দেশের নাগরিকদের স্বল্প সময়ের জন্য ভিসামুক্ত প্রবেশের অনুমতি দেয় কূটনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে। এর ফলে ভারতীয় সাধারণ পাসপোর্টধারীরা ছয় মাসে একবার সর্বোচ্চ ১৫ দিনের জন্য ভিসা ছাড়াই ইরানে ভ্রমণ করতে পারতেন। তবে মানব পাচারের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় তেহরান এই সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আন্তর্জাতিক এর অন্যান্য সংবাদ