ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

আল আকসার ৮৬ বছরের খতিব: মানবতার খুৎবা এবার আদালতের সামনে

২০২৫ নভেম্বর ১৮ ১৪:০৭:৪০

আল আকসার ৮৬ বছরের খতিব: মানবতার খুৎবা এবার আদালতের সামনে

আন্তর্জাতিক ডেস্ক :ইসরায়েলের আদালত উত্তেজনা-উসকানি ছড়ানোর অভিযোগে আল আকসা মসজিদের খতিব শেখ একরিমা সাব্বিরের (৮৬) বিচার শুরু করতে যাচ্ছে। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমের ম্যাজিস্ট্রেট আদালতে শিগগিরই বিচার শুরু হবে। আইনজীবীদের বরাত দিয়ে জানা গেছে, ২০২৪ সালের আগস্টে এই মামলাটি দায়ের করা হয় এবং বর্তমানে আদালত অভিযোগ সংক্রান্ত বিবরণ পর্যালোচনা করছে। পরবর্তী পর্যায়ে বিচারকাজ কার্যকর হবে।

শেখ একরিমা সাব্বির ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার সময় ২০২৪ সালের ৩১ জুলাই নিহত হওয়া হামাসের নেতা ইসমাইল হানিয়ার প্রতি সমবেদনা প্রকাশ করেছিলেন। এ কারণে তাকে ইসরায়েল আল আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। আইনজীবীরা জানিয়েছেন, গ্রেপ্তার করা হয়নি, তবে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং বাড়ি ধ্বংসের হুমকিও দেওয়া হয়েছে।

এর আগে খুৎবার সময় তিনি ইসরায়েলের রাজনীতিক ও সরকারি কর্মকর্তাদের সমালোচনা করেছেন বলে অভিযোগ রয়েছে। আল আকসা মসজিদ পূর্ব জেরুজালেমে অবস্থিত। ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল এবং ১৯৮০ সালে পুরো জেরুজালেমের নিয়ন্ত্রণ নেয়। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও জেরুজালেমকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত