ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে যে শেয়ার

২০২৫ নভেম্বর ১৮ ০০:১৭:৪৬

‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে যে শেয়ার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং খাতের কোম্পানি আফতাব অটোমোবাইলস অর্থবছর ২০২৩-২৪ এর ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পরিশোধ করার পর ৯ মাস পর ‘জেড’ ক্যাটাগরি থেকে পুনরায় ‘এ’ ক্যাটাগরিতে ফিরে এসেছে।

কোম্পানিটি এর আগে, গত ৫ ফেব্রুয়ারি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অমান্য করে শেয়ারহোল্ডারদের জন্য অনুমোদিত ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বিতরণ করতে ব্যর্থ হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এটিকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দিয়েছিল। সেই থেকে এর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছিল।

সোমবার (১৭ নভেম্বর) ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক তথ্যে জানানো হয়েছে যে, ৩০ জুন ২০২৪ অর্থবছর শেষে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বিতরণের বিষয়টি নিশ্চিত করার পর আফতাব অটোমোবাইলসকে পুনরায় ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। ডিএসইর নিয়মানুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিগুলোকে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ডিভিডেন্ড অনুমোদনের ৩০ দিনের মধ্যে তা বিতরণ করতে হয়। ব্যর্থ হলে পরিশোধ না করা পর্যন্ত প্রতিদিন ৫ হাজার টাকা জরিমানা হতে পারে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত বছর (২০২৪ সালের ২৮ অক্টোবর) আফতাব অটোমোবাইলসের বোর্ড মালিক ব্যতীত শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছিল। সেই সুপারিশ ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানির এজিএম-এ অনুমোদিত হয়েছিল।

ডিএসই প্রকাশিত তথ্য অনুযায়ী, ক্যাটাগরি পরিবর্তনের পর ১৮ নভেম্বর থেকে পরবর্তী সাত ট্রেডিং দিন পর্যন্ত ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকারদের আফতাব অটোমোবাইলসের সিকিউরিটিজ কেনার জন্য ঋণ সুবিধা প্রদান করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এদিকে, অর্থবছর ২০২৪-২৫ এর জন্যও কোম্পানিটি লোকসান সত্ত্বেও শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে। এই ডিভিডেন্ডের পরিমাণ ৭ কোটি ৪৫ লাখ টাকা। এই প্রস্তাবিত ডিভিডেন্ড ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এজিএম-এ অনুমোদিত হবে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত