ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

নেত্রকোনায়

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে বিএনপির মিষ্টি বিতরণ

২০২৫ নভেম্বর ১৭ ১৭:২২:৪৩

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে বিএনপির মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পর নেত্রকোনার দুর্গাপুরে রাজনৈতিক পরিবেশ হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের খবর মুহূর্তেই ছড়িয়ে গেলে এলাকায় বিএনপি সমর্থকদের মধ্যে দৃশ্যমান প্রতিক্রিয়া দেখা যায়। এরপরই স্থানীয় নেতাকর্মীরা প্রকাশ্যে আনন্দ প্রকাশ করতে রাস্তায় নেমে পড়েন।

সোমবার দুপুরে রায়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ইমাম হাসান আবু চানের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি বড় ধরনের আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলের পাশাপাশি নেতাকর্মীরা স্থানীয়ভাবে মিষ্টি বিতরণও করেন।

নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি ইমাম হাসান আবু চান বলেন, ‘দীর্ঘ ১৭ বছর খুনি হাসিনা গুম, খুন ও নির্যাতন চালিয়েছে। আজকের রায়ে আমরা আনন্দ মিছিল করেছি, মিষ্টি বিতরণ করেছি। তার ফাঁসিতে নিশ্চিত হোক, অন্যায় করলে শাস্তি পেতেই হবে।’

রায়কে কেন্দ্র করে এলাকায় যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে, তা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার প্রতিফলন বলে মনে করছেন স্থানীয়রা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত