ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

ট্রাইব্যুনালের রায়কে শোষিতের বিজয় বলছে এবি পার্টি

২০২৫ নভেম্বর ১৭ ১৭:০৯:৫০

ট্রাইব্যুনালের রায়কে শোষিতের বিজয় বলছে এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ইস্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়কে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ড ঘোষণার পর এ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। রায় প্রকাশের পরপরই আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করে মন্তব্য জানায়।

সোমবার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, ‘অহংকার পতনের মূল’; ‘সত্য সমাগত মিথ্যা অপসৃত’; ‘চোরের দশদিন গৃহস্থের একদিন’ দীর্ঘদিন ধরে এসব নীতিবাক্যকে শুধুমাত্র প্রবাদ কিংবা সান্ত্বনার বাণী মনে করা হতো। কিন্তু সময়ের প্রবাহে আবারও তা প্রমাণিত হলো যে ইতিহাস বরাবরই সত্যকে প্রতিষ্ঠা করে।

তিনি আরও বলেন, মনে রাখতে হবে এই শিক্ষা শুধু অতীতের কোনো শাসকের জন্য নয়; ভবিষ্যতে যদি কেউ একই পথ অনুসরণ করে, তাদের ক্ষেত্রেও ইতিহাস একই বিচার বয়ে আনবে।

রায়কে ঘিরে রাজনৈতিক মাঠে আলোচনা বাড়তেই থাকলেও এবি পার্টির মতে, এটি শোষিতের ন্যায়বিচার ও ইতিহাসের ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত