ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

পরিবেশ উপদেষ্টা

'শেখ হাসিনার রায় ঘিরে অস্থিতিশীলতা মোকাবিলায় সরকার প্রস্তুত'

২০২৫ নভেম্বর ১৭ ১১:৩৩:৫৯

'শেখ হাসিনার রায় ঘিরে অস্থিতিশীলতা মোকাবিলায় সরকার প্রস্তুত'

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন যে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে। তবে, এই অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে।

সোমবার (১৭ নভেম্বর ) সকালে রাজধানীর ধানমন্ডিতে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, "আমার বাসায় হামলা নিয়ে আমি আতঙ্কিত নই, বরং বিভিন্ন জায়গায় আগুন দেয়া হচ্ছে; প্রাণও চলে গেছে-- সেটা নিয়ে আমাদের কনসার্ন।" তিনি আরও দৃঢ়তার সাথে বলেন, "অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে। ওরা যা চেষ্টা করেছে, সেই পর্যায়ে যেতে পারবে না।"

শেখ হাসিনার রায় ঘিরে রাজধানীর নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বজনরাও ব্যানার-পোস্টার নিয়ে ট্রাইব্যুনাল এলাকায় উপস্থিত হয়েছেন। এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে উপদেষ্টার এমন মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকার জনগণের জানমাল রক্ষায় এবং দেশে শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর বলে তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত