ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২

IPL মিনি নিলাম ২০২৬: ১০ দলের ক্রিকেটারের তালিকা প্রকাশ

২০২৫ নভেম্বর ১৫ ২১:৩৯:১২

IPL মিনি নিলাম ২০২৬: ১০ দলের ক্রিকেটারের তালিকা প্রকাশ

সরকার ফারাবী: আইপিএল ২০২৬-এর মিনি নিলাম যত এগিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে ক্রিকেট মহলে। ডিসেম্বরের নিলামের আগে ১০টি ফ্র্যাঞ্চাইজিই তাদের স্কোয়াড পুনর্বিন্যাসের কাজ শেষ করেছে। রিটেনশন ও রিলিজের নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর প্রত্যেক দল এখন তাদের অবশিষ্ট পার্স (Remaining Purse) এবং কাদের ছেড়ে দিয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে।

১৮ কোটি টাকায় সঞ্জু স্যামসনকে পেল CSK- নিলামের আগেই বড় চমক!

নিলামের রঙ জমার আগেই সবচেয়ে আলোচিত খবর এসেছে ট্রেড উইন্ডো থেকে। সঞ্জু স্যামসনকে ১৮ কোটি টাকার বিনিময়ে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)। এই ট্রেডের পরই আইপিএল ২০২৬-এর মিনি নিলাম নিয়ে উত্তেজনা কয়েকগুণ বেড়ে গেছে।

এখন দেখা যাক নিলামের আগে কোন দলের হাতে কত টাকা আছে এবং কারা রিলিজ হয়েছেন।

IPL 2026 Mini Auction: ১০ দলের Remaining Purse ও Released Players

১. কলকাতা নাইট রাইডার্স (KKR)– ৬৪.৩ কোটি টাকা

সব দলের মধ্যে সর্বোচ্চ পার্স নিয়ে নিলামে নামছে তিনবারের চ্যাম্পিয়ন কেকেআর। হেড কোচ অভিষেক নায়ারের সঙ্গে শেন ওয়াটসন ও টিম সাউদি নতুন সাপোর্ট স্টাফের দায়িত্ব স্কোয়াডকে আরও শক্তিশালী করা।

২. চেন্নাই সুপার কিংস (CSK)– ৪৩.৪ কোটি টাকা

আইপিএল ২০২৫-এ পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সিএসকে এবার ৪৩.৪ কোটি টাকা নিয়ে নিলামে নামবে। দলটি মোট ১০ জন খেলোয়াড়কে রিলিজ করেছে: রচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, দীপক হুডা, বিজয় শঙ্কর, শেখ রশিদ, মাথিশা পাথিরানা, কমলেশ নাগরকোটি, রাহুল ত্রিপাঠি, ভাংশ বেদি, আন্দ্রে সিদ্ধার্থ।

৩. সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)– ২৫.৫ কোটি টাকা

প্যাট কামিন্সের নেতৃত্বে হায়দ্রাবাদের হাতে নিলামের আগে রয়েছে ২৫.৫ কোটি। রিলিজ করা হয়েছে ৬ জন: অ্যাডাম জাম্পা, রাহুল চাহার, উইয়ান মুল্ডার, অভিনব মনোহর, আথারভা তাইদে, শচীন বেবি।

৪. লখনউ সুপার জায়ান্টস (LSG)– ২২.৯ কোটি টাকা

ঋষভ পন্থের নেতৃত্বাধীন এলএসজি ৭ জনকে রিলিজ করে এখন ২২.৯ কোটি টাকা নিয়ে নিলামে যাবে। রিলিজড: আরিয়ান জুয়েল, ডেভিড মিলার, যুবরাজ চৌধুরী, রাজবর্ধন হাঙ্গারগেকর, আকাশ দীপ, রবি বিষ্ণোই, শমার জোসেফ।

৫. দিল্লি ক্যাপিটালস (DC)– ২১.৮ কোটি টাকা

৬ ক্রিকেটারকে ছাঁটাই করে ডিসির হাতে এখন ২১.৮ কোটি টাকা। বড় চমক ফাফ ডু প্লেসিস রিলিজড! অন্য রিলিজড: জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, সেদিকুল্লাহ আটল, মোহিত শর্মা, মনবন্ত কুমার, দর্শন নলকান্দে।

৬. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)– ১৬.৪ কোটি টাকা

চ্যাম্পিয়ন আরসিবি এবার চারজনকে রিলিজ করেছে: লিয়াম লিভিংস্টোন, লুঙ্গি এনগিডি, মায়াঙ্ক আগরওয়াল, স্বাত্বিক চিকারা। অবশিষ্ট পার্স- ১৬.৪ কোটি।

৭. রাজস্থান রয়্যালস (RR)– ১৬.০৫ কোটি টাকা

১৬.০৫ কোটি টাকা নিয়ে নিলামে আসছে রাজস্থান। রিলিজ করা হয়েছে: ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থেকশানা, ফজলহাক ফারুকী, আকাশ মাধওয়াল, অশোক শর্মা, কুনাল রাঠোর, কুমার কার্তিকেয়া।

৮. গুজরাট টাইটানস (GT)– ১২.৯ কোটি টাকা

২০২২ চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের অবশিষ্ট পার্স ১২.৯ কোটি। তারা রিলিজ করেছে: করিম জানাত, জেরাল্ড কোয়েটজি, দাসুন শানাকা, মহিপাল লোমরর, কুলবন্ত খেজরোলিয়া।

৯. পাঞ্জাব কিংস (PBKS)– ১১.৫ কোটি টাকা

২০২৫ রানার্স-আপ পাঞ্জাব ১১.৫ কোটি টাকা নিয়ে নিলামে নামবে। রিলিজড ক্রিকেটাররা: গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস, অ্যারন হার্ডি, প্রবীণ দুবে, কুলদীপ সেন।

১০. মুম্বাই ইন্ডিয়ান্স (MI)– ২.৭৫ কোটি টাকা

সর্বনিম্ন পার্স মাত্র ২.৭৫ কোটি নিয়ে নিলামে নামছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।

রিলিজ হয়েছে বিদেশি চারজন: লিজাদ উইলিয়ামস, মুজিব উর রহমান, বেভন জ্যাকবস, রিস টপলি

এবং ভারতীয় দুই আনক্যাপড: ভিগ্নেশ পুথুর, ডি সত্যনারায়ণ রাজু।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত