ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২

রাসুলকে অস্বীকারকারী কেউ মুসলিম হতে পারে না: সালাহউদ্দিন আহমেদ

২০২৫ নভেম্বর ১৫ ১৪:৫৪:০৮

রাসুলকে অস্বীকারকারী কেউ মুসলিম হতে পারে না: সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক: কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার বিষয়সহ খতমে নবুয়ত পরিষদের দাবি নিয়ে ভবিষ্যতে সংসদে আলোচনার আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সুযোগ পেলে বিএনপি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করবে।

শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে’ যোগ দিয়ে এসব কথা জানান তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা আল্লাহর রাসুলকে অস্বীকার করেন, তারা মুসলিম পরিচয় ধারণ করতে পারেন না এ বিষয়ে বিএনপি পরিষ্কার অবস্থানে রয়েছে। তিনি জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা ও খতমে নবুওয়ত পরিষদের উত্থাপিত অন্যান্য দাবি সংসদে উত্থাপন করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিএনপি নেতা আরও বলেন, রাসুলুল্লাহ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে আগমন করেছেন। মুসলিম হিসেবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসুলুল্লাহ। তিনি শেষ নবী; তার পরে কোনো নবী আসবেন না। যাঁরা এ বিশ্বাস অস্বীকার করে নিজেদের নবী দাবি করেন, তারা ইসলামের বিশ্বাসব্যবস্থার বাইরে অবস্থান করেন।

তিনি বলেন, আমরা সবাই আখেরি নবীর অনুসারী। এই বিশ্বাসেই আমাদের মুসলিম পরিচয়। আল্লামা ইকবালের ভাষায় মিল্লাত যদি ঐক্যবদ্ধ থাকে, কেউ আমাদের বিভক্ত করতে পারবে না।

এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’ চলমান রয়েছে, যেখানে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেন আলেমরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মুসলিম এতে অংশ নিয়েছেন। পাঁচটি দেশের আলেমদের অংশগ্রহণে সকাল ৯টা থেকে সম্মেলন শুরু হয়।

সম্মেলনের বক্তারা অবিলম্বে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার প্রয়োজনীয়তা তুলে ধরে সরকারের প্রতি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত