ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

সবুজে ঘেরা টানেল মসজিদ: ইবাদত ও স্থাপত্যের অসাধারণ মিলন

২০২৫ নভেম্বর ১৪ ১৫:৪৬:৪৭

সবুজে ঘেরা টানেল মসজিদ: ইবাদত ও স্থাপত্যের অসাধারণ মিলন

নিজস্ব প্রতিবেদক :লক্ষ্মীপুরের দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে প্রকৃতির সবুজে ঘেরা একটি অনন্য স্থাপনা ‘টানেল মসজিদ’ দর্শনার্থীদের মুগ্ধ করছে।

মসজিদটির পূর্ণ নাম ‘বাইতুল মামুর মসজিদ’, তবে টানেল আকৃতির হওয়ায় সবাই এটিকে ‘টানেল মসজিদ’ নামে জানে। স্থাপত্যের অভিনবতা এবং সৌন্দর্যের কারণে এটি কেবল নামাজের স্থান নয়, বরং এক অসাধারণ পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত।

২০২১ সালে স্থানীয় শিল্পপতি ফরহাদ মোস্তফা চৌধুরী নেহাল নিজ উদ্যোগে এবং এলাকার সহযোগিতায় মসজিদটির নির্মাণকাজ শুরু করেন। রাজধানীর একটি প্রতিষ্ঠান মসজিদটির নকশা তৈরি করেছে। এখনও পর্যন্ত প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, বাকি কাজ শেষ হলে মসজিদটির সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

মসজিদটি বিম বা কলাম ছাড়া শক্ত আরসিসি ঢালাই কাঠামোতে নির্মিত, যা প্রায় ৪০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে সক্ষম। পশ্চিম ও পূর্ব দেয়ালে স্বচ্ছ গ্লাস ব্যবহার করা হয়েছে, যা পর্যাপ্ত আলো ও বাতাস প্রবাহ নিশ্চিত করে। দুই পাশে লম্বা জানালাও মসজিদটিকে আলাদা নান্দনিকতা প্রদান করেছে।দিনের আলোয় সবুজ প্রকৃতির মাঝে মসজিদটির সৌন্দর্য অসাধারণভাবে ফুটে ওঠে।

রাতের আলোকসজ্জা ভেতরের আলো গ্লাসের দেয়াল ভেদ করে বাইরে ছড়িয়ে গেলে সৌন্দর্য দ্বিগুণ হয়। পাশের পুকুরে প্রতিফলিত হওয়া মসজিদের ছায়া যেন এক জীবন্ত শিল্পকর্মের ছাপ ফেলে। প্রতিদিনই দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে আসেন।

স্থানীয়রা জানান, আগে এখানে একটি ছোট ও পুরনো মসজিদ ছিল। সেটি সংস্কারের উদ্যোগ নিতে গিয়ে নতুন, আধুনিক এবং অনন্য নকশার এই টানেল মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। মসজিদ কমিটির সভাপতি আমিনুল ইসলাম মুরাদ বলেন, “এটি সাধারণ কোনো মসজিদ নয়, পুরোপুরি আলাদা নকশা ও স্থাপত্যের উদাহরণ। এখনো ৪০ শতাংশ কাজ বাকি থাকলেও মুসল্লির সংখ্যা প্রতিদিন বাড়ছে এবং আমরা এলাকাবাসী হিসেবে এটি নিয়ে গর্বিত।

সবুজ প্রকৃতি ও আধুনিক স্থাপত্যের মেলবন্ধনে গড়ে ওঠা এই টানেল মসজিদ আজ লক্ষ্মীপুরের গৌরব। এখানে প্রকৃতি ও ইবাদত একাকার হয়ে মানুষের মনকে ছুঁয়ে যাচ্ছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত