ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২
আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারবে না।
শুক্রবার (১৪ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস, যেখানে তিনি এসব মন্তব্য করেন।
বৈঠকে ফেব্রুয়ারির নির্বাচনের সময়সূচি, অবৈধ অভিবাসন রোধ, রোহিঙ্গা সংকট, বিমান ও নৌ-খাতের সহযোগিতা এবং বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা জানান, নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম ছয় সাত দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং ভোটারদের উপস্থিতিও হবে উল্লেখযোগ্য। গত ১৬ বছরের স্বৈরশাসনের সময়কার তিনটি 'কারচুপির নির্বাচনে' ভোট দিতে না পারা কোটি তরুণ এবার প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।
অধ্যাপক ইউনূস আরও বলেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত হওয়ায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। এ কারণে দলটি নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায়ও নেই বলে মন্তব্য করেন তিনি।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রতিফলন হিসেবে এই সনদ বাংলাদেশের জন্য নতুন সূচনা হিসেবে ইতিহাসে স্থান করে নেবে।
বৈঠকে উপস্থিত ব্যারোনেস চ্যাপম্যান দায়িত্ব গ্রহণের পর থেকে দেশ পরিচালনার জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান। তিনি জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সংলাপ এবং ন্যাশনাল কনসেনসাস কমিশনের উদ্যোগেরও প্রশংসা করেন।
আশ্রয় ব্যবস্থা ও অভিবাসন বিষয়ে উদ্বেগ জানিয়ে চ্যাপম্যান বলেন, যুক্তরাজ্য অনিয়মিত অভিবাসন কঠোরভাবে প্রতিরোধ করতে চায় এবং নিরাপদ ও বৈধ পথকে উৎসাহিত করছে। প্রধান উপদেষ্টা এতে সমর্থন জানিয়ে বলেন, সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিদেশে বৈধ কর্মসংস্থানের সুযোগ গ্রহণে বাংলাদেশিদের উৎসাহিত করছে।
রোহিঙ্গা সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়। অধ্যাপক ইউনূস জানান, ক্যাম্পে বেড়ে ওঠা তরুণেরা আশাহীন ও ক্ষুব্ধ হয়ে উঠছে তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি।
এ ছাড়া ঢাকা-লন্ডন বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ ও সমুদ্র গবেষণায় সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, বঙ্গোপসাগরে গবেষণা পরিচালনার জন্য বাংলাদেশ একটি ব্রিটিশ গবেষণা জাহাজ ক্রয় করছে। একই সঙ্গে দুই দেশের বিমান খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে চ্যাপম্যান আগ্রহ প্রকাশ করেন এবং বলেন, এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শিগগিরই বাংলাদেশ সফর করবেন।
বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম নেপাল: কবে, কখন-যেভাবে দেখবেন সরাসরি-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: খেলাটি লাইভ(LIVE) দেখার উপায়-সময়সূচি
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-শান্তর সেঞ্চুরিতে বিশাল লিড-দেখুন (LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: কবে, কখন, কোথায় ম্যাচ-জানুন সময়সূচি