ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

বর্তমান সরকার দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ডা. তাহের

২০২৫ নভেম্বর ১৪ ১২:৪৭:২১

বর্তমান সরকার দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শুক্রবার অভিযোগ করেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ‘পক্ষপাতদুষ্টতা’ বিদ্যমান। তার দাবি, এই সরকার দিয়ে কোনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব নয়।

তিনি মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আন্দোলনরত ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে বলেন, “এই সরকারে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন যদি সুষ্ঠু না হয়, দেশের জন্য আরও বড় বিপর্যয় ও অন্ধকার ভবিষ্যত অপেক্ষা করছে।”

ডা. তাহের আরও বলেন, “আরেকটি পরিকল্পিত ও পূর্বনির্ধারিত রায়ের ভিত্তিতে নির্বাচন শুরু হচ্ছে কি না, সে বিষয়ে জনগণের মধ্যে সন্দেহ রয়েছে। সরকারের আচরণ আমাদের এই শঙ্কা করতে বাধ্য করছে।”

তিনি অভিযোগ করে বলেন, সরকার বুঝে হোক বা না হোক, ইচ্ছাকৃত হোক বা ষড়যন্ত্রের শিকার হোক, একটি দলের ফাঁদে পা দিয়েছে। এতে নির্বাচনী সংস্কার প্রায় অগ্রাহ্য হয়ে গেছে। “আগেও আমরা দেখেছি, সরকারের বিভিন্ন পদক্ষেপ একটি দলের প্রতি আনুগত্য এবং দুর্বলতা প্রকাশ করেছে, যা লন্ডনে নির্বাচনের তারিখ ঘোষণা করার সময় থেকেই শুরু হয়।”

ডা. তাহের আরও বলেন, “প্রধান উপদেষ্টাকে একটি দলের হয়ে তিনজন উপদেষ্টা বিভ্রান্ত করছে। তারা ভুল তথ্য প্রদানের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে।” তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার সহায়তায় প্রশাসন দলীয়করণের দিকে যাচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ পদ থেকে নিরপেক্ষ কর্মকর্তাদের সরানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, “যদি নির্বাচনের আগ পর্যন্ত এই অবস্থা থাকে, তাহলে দেশের সুষ্ঠু নির্বাচন হওয়া কঠিন। নির্বাচনে যদি স্বচ্ছতা না থাকে, দেশের জন্য আরও বেশি বিপর্যয় অপেক্ষা করছে।”

ডা. তাহের ঘোষণা করেন, আন্দোলনরত ৮ দল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাইছে। তিনি বলেন, “আমরা স্পষ্টভাবে বলছি, আগামী রোজার আগেই দেশের জাতীয় নির্বাচন চাই। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করার জন্য কাজ চলছে।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত