ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

ফ্রান্স বনাম ইউক্রেন: গোলের বন্যায় শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৫ নভেম্বর ১৪ ১১:১৪:৩১

ফ্রান্স বনাম ইউক্রেন: গোলের বন্যায় শেষ ম্যাচ, জানুন ফলাফল

সরকার ফারাবী: ক্লাব পর্যায় থেকে জাতীয় দল সব জায়গায় নিজের আধিপত্য দেখানো ফরাসি তারকা কিলিয়ান এমবাপে আবারও আলোচনার কেন্দ্রে। ইউক্রেনের বিপক্ষে দুর্দান্ত এক রাতে তিনি করেন জোড়া গোল, আর সেই সঙ্গে স্পর্শ করেন ক্যারিয়ারের অবিশ্বাস্য ৪০০ গোলের মাইলফলক। তার নৈপুণ্যে ফ্রান্স ৪-০ ব্যবধানে দাপুটে জয় তুলে নিয়ে নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের টিকিট।

শুরুতেই স্মরণ, তারপর তাণ্ডব

প্যারিসের ঐতিহাসিক পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের শুরু আগে ছিল আবেগঘন মুহূর্ত। ২০১৫ সালের নভেম্বরে ফ্রান্সে ঘটে যাওয়া জঙ্গি হামলায় নিহত ১৩২ জনকে স্মরণ করা হয়। একই সঙ্গে চলমান রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করা হয় স্টেডিয়ামের মাইকে।

এরপরই খেলা শুরু হলে ফরাসিরা তুলে নেয় একচ্ছত্র দখল। বল দখলে তারা ছিল পুরো ম্যাচে এগিয়ে ৬৭% পজেশন, প্রতিপক্ষের পোস্টে ২৩টি শট, যার ৯টি লক্ষ্যে। বিপরীতে ইউক্রেন একটিও শট নিতে পারেনি ফরাসি রক্ষণভাগের দৃঢ়তা ভেদ করে।

প্রথমার্ধে ইউক্রেন গোলরক্ষক আনতোলি ট্রুবিন এমবাপে ও বারকোলার শট ঠেকিয়ে প্রতিরোধের দেয়াল গড়লেও দ্বিতীয়ার্ধে আর টিকতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধে ফরাসি ঝড়

ম্যাচের ৫৩তম মিনিটে মাইকেল ওলিসে ফাউলের কারণে পাওয়া পেনাল্টি থেকে এমবাপে তার স্বাক্ষর পানেনকা শটে গোল করে ম্যাচের অচলাবস্থা কাটান। ৭৬ মিনিটে ওলিসে নিজেও জ্বলে ওঠেন বাঁ পায়ের নিচু শটে ব্যবধান বাড়ান ২-০।

ইতিহাস গড়া এমবাপে

৮৩ মিনিটে এমবাপে তার দ্বিতীয় গোলের দেখা পান। এটি তার জাতীয় দলের হয়ে ৯৪ ম্যাচে ৫৫তম গোল। ফ্রান্সের সর্বোচ্চ গোলস্কোরার অলিভিয়ে জিরুর (৫৭) রেকর্ড ভাঙতে এখন তার দরকার মাত্র দুটি গোল।

এই রাতেই তিনি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেশাদার ক্যারিয়ারের গোলসংখ্যা পৌঁছে দেন ৪০০–তে। চলতি মৌসুমে একাই ২০ ম্যাচে করেছেন গোল বা অ্যাসিস্ট মিলিয়ে ২৮টি অবদান।

৮৮ মিনিটে বদলি হুগো একিতিকে এমবাপের সঙ্গে বল বিনিময়ের পর নিচু শটে গোল করে স্কোরলাইন দাঁড় করান ৪-০।

সরাসরি বিশ্বকাপ নিশ্চিত ফ্রান্সের

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্র থেকে সংগ্রহ করা ১৩ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে থেকেই ফ্রান্স নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের মূল পর্ব। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আইসল্যান্ড দ্বিতীয় এবং ইউক্রেন তৃতীয় স্থানে রয়েছে। তালিকার তলানিতে থাকা আজারবাইজান পেয়েছে মাত্র ১ পয়েন্ট।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত