ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন হাসনাত, লড়বেন যে আসনে

২০২৫ নভেম্বর ১৩ ২১:৫০:২৩

মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন হাসনাত, লড়বেন যে আসনে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের নেতা হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় তিনি দলটির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। এদিন এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি শেষ হচ্ছে বলে জানানো হয়েছিল।

মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় হাসনাত আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, তার মনোনয়ন নেওয়ার মাধ্যমে কুমিল্লার দেবীদ্বার আসনটি এনসিপির জন্য নিশ্চিত হয়েছে।

এদিকে, ইতোমধ্যে বিএনপি এই আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সীকে এই আসনের প্রাথমিক মনোনয়ন দিয়েছে দলটি। তিনি এখন পর্যন্ত তিনবার এই আসনে নির্বাচন করে প্রতিবার জয়ী হয়েছেন।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত