ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়ে খুব কাছে বাংলাদেশ, জানুন স্কোর

২০২৫ নভেম্বর ১৩ ২০:২৩:৩৯

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়ে খুব কাছে বাংলাদেশ, জানুন স্কোর

সরকার ফারাবী: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান প্রথম টেস্টে বাংলাদেশ জয়ের একদম দোরগোড়ায় পৌঁছে গেছে। নভেম্বর ১১ থেকে শুরু হওয়া ম্যাচের তৃতীয় দিনের (১৩ নভেম্বর ২০২৫) শেষে আয়ারল্যান্ড পুরোপুরি চাপে, তাদের দ্বিতীয় ইনিংস টলমল অবস্থায় ৫ উইকেট হারিয়ে মাত্র ৮৬ রানে থেমে আছে। এখনো ২১৫ রানে পিছিয়ে তারা।

বাংলাদেশের রানের পাহাড়: জয় ও শান্তর দুর্দান্ত ব্যাটিং

প্রথম ইনিংসে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে স্বাগতিক বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৪১ ওভার ব্যাট করে দল তুলে ৮ উইকেটে ৫৮৭ রান, এরপরই ইনিংস ঘোষণা করে।

ওপেনার মাহমুদুল হাসান জয় ছিলেন দলের ইনিংসের মেরুদণ্ড। ২৮৬ বলে ১৭৯ রানের অনবদ্য ইনিংসে তিনি ১৪টি চার ও ৪টি ছক্কা হাঁকান। অধিনায়ক শান্তও ছিলেন বিধ্বংসী ছন্দে মাত্র ১১৪ বলে ১৪টি বাউন্ডারিতে করেন ১০০ রান।

অভিজ্ঞ মুমিনুল হক (৮২), সাদমান ইসলাম (৮০) ও উইকেটরক্ষক লিটন দাস (৬০) সবাই বড় ইনিংস খেলেছেন।

আয়ারল্যান্ডের হয়ে ম্যাথু হামফ্রেস একাই সংগ্রাম চালান ৪৩ ওভারে ১৭০ রান দিয়ে নেন ৫ উইকেট।

আয়ারল্যান্ডের প্রথম ইনিংস: পলের লড়াই, কিন্তু ব্যর্থতা বড় ব্যবধানে

বাংলাদেশের বিশাল স্কোরের জবাবে আইরিশরা ব্যাট হাতে ব্যর্থ হয়। প্রথম ইনিংসে তারা অলআউট হয় ২৮৬ রানে। ওপেনার পল স্টার্লিং খেলেন ৭৬ বলে ৬০ রানের দৃষ্টিনন্দন ইনিংস, আর ক্যাড কারমাইকেল লড়াই করে ১২৯ বলে করেন ৫৯। কিন্তু দলের অন্য ব্যাটারদের ব্যর্থতায় বড় স্কোর গড়া সম্ভব হয়নি।

বাংলাদেশের হয়ে স্পিনার মেহেদী হাসান মিরাজ দাপট দেখান ৫০ রানে ৩ উইকেট নেন। এছাড়া হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও হাসান মুরাদ প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেন।

দ্বিতীয় ইনিংসে আইরিশ ব্যাটিং ধস

তৃতীয় দিনের সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে। ২২১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দলটি। পল স্টার্লিং ৫৯ বলে ৪৩ রান করলেও রানআউট হয়ে ফেরেন। এরপর একের পর এক উইকেট হারিয়ে আয়ারল্যান্ড বিপাকে পড়ে।

বাংলাদেশের স্পিনাররা দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত বোলিং করেন। হাসান মুরাদ মাত্র ৩ ওভারে ৮ রান দিয়ে ২টি উইকেট নেন, তাইজুল ইসলাম তুলে নেন ৪৭ বলে ১৮ রান করা হ্যারি টেকটরের উইকেট। এছাড়া নাহিম রানা নেন ১টি উইকেট।

দিনের শেষে ২৯ ওভার শেষে আইরিশদের সংগ্রহ ৮৬/৫। অ্যান্ডি ম্যাকব্রাইন (৪*) এবং ম্যাথু হামফ্রেস (০*) অপরাজিত থেকে দিন শেষ করেন।

ম্যাচের বর্তমান অবস্থা: বাংলাদেশের জয় সময়ের অপেক্ষা

তৃতীয় দিনের খেলা শেষে স্পষ্ট ম্যাচের নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণ বাংলাদেশের হাতে। বাংলাদেশের বিশাল ৫৮৭ রানের জবাবে আয়ারল্যান্ডের দুই ইনিংস মিলিয়েও বাংলাদেশের লিড পেরোনোর সম্ভাবনা প্রায় নেই। চতুর্থ দিনে যদি স্বাগতিক বোলাররা আগের ধারাবাহিকতা বজায় রাখে, তবে বাংলাদেশ সহজেই বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে পারবে।

ট্যাগ: লিটন দাস সিলেট টেস্ট মেহেদী হাসান মিরাজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম liton das bangladesh cricket cricket live score বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ জয় mehidy hasan miraz নাজমুল হোসেন শান্ত ক্রিকেট লাইভ আপডেট বাংলাদেশ ক্রিকেট খবর Bangladesh vs Ireland বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড Sylhet Test আয়ারল্যান্ড ক্রিকেট Ireland Cricket তাইজুল ইসলাম হাসান মুরাদ Mahmudul Hasan Joy Taijul Islam Hasan Murad Mominul Haque Najmul Hossain Shanto মুমিনুল হক মাহমুদুল হাসান জয় বাংলাদেশ টেস্ট ক্রিকেট Bangladesh Innings Declaration বাংলাদেশ ইনিংস ঘোষণা Sylhet International Cricket Stadium বাংলাদেশ দল সংবাদ প্রথম টেস্ট ২০২৫ বাংলাদেশ স্পিন আক্রমণ আয়ারল্যান্ড ব্যাটিং বিপর্যয় আইরিশ ব্যাটিং ধস বাংলাদেশ বোলিং পারফরম্যান্স বাংলাদেশ আয়ারল্যান্ড ম্যাচ আপডেট বাংলাদেশ টেস্ট জয় First Test 2025 Bangladesh victory Bangladesh spin attack Ireland batting collapse Bangladesh test news Bangladesh cricket update Bangladesh bowling performance Ireland second innings Bangladesh Ireland Test match Bangladesh match update Bangladesh Test win

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ