ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

শেয়ারবাজারে ফের লাল ছায়া, সূচক নামল সর্বনিম্ন স্তরে

২০২৫ নভেম্বর ১২ ১৫:১৩:৩৪

শেয়ারবাজারে ফের লাল ছায়া, সূচক নামল সর্বনিম্ন স্তরে

নিজস্ব প্রতিবেদক : টানা ৭ কর্মদিবস পতনের পর একদিন উত্থানের পর আজ (১২ নভেম্বর) আবারও দরপতন হয়েছে শেয়ারবাজার। এদিন শুধু পতনই নয় সূচক ও লেনদেনে সর্বনিম্ন রেকর্ড গড়েছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স গত সাড়ে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে। আর লেনদেন প্রায় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৭.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৫.৩৩ পয়েন্টে, যা গত সাড়ে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৬ জুন ডিএসইর সূচক ছিল ৪ হাজার ৮৩২ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫.৯৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৮.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৮.৯৭ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৫৩টির দর বেড়েছে, ৩০১টির দর কমেছে এবং ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন ২৯০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা প্রায় সাড়ে ১১ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২৪ সালে ২৬ ডিসেম্বর লেনদেন হয়েছিল ২৮২ কোটি ১৯ লাখ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৩৩৯ কোটি ৭৫ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৪৯ কোটি ৬২ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩২টির, কমেছে ২০টির এবং পরিবর্তন হয়নি ১৩টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২০.৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬১৭.৯৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৭.০৫ পয়েন্ট বেড়েছিল।

এসএখান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত