ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
১৩ ডিসেম্বর আসছেন মেসি, জানুন সেলফি তুলতে খরচ হবে কত?
সরকার ফারাবী: বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি (Lionel Messi) আবারও পা রাখতে যাচ্ছেন ভারতীয় মাটিতে, আর সেই খবরে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস তুঙ্গে। দীর্ঘ ১৪ বছরের বিরতি ভেঙে এই আর্জেন্টাইন সুপারস্টার ডিসেম্বরেই আসছেন ভারত সফরে।
আগামী ১৩ ডিসেম্বর মেসি কলকাতায় পৌঁছাবেন বলে নিশ্চিত হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে তাঁর সম্মানে এক জমকালো অনুষ্ঠান। এরপর ১৪ ডিসেম্বর মুম্বাই এবং ১৫ ডিসেম্বর দিল্লিতে (Delhi) যোগ দেবেন তিনি। তাঁর সফরসূচি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও উন্মাদনা।
মেসির ভারত সফর: ‘GOAT কাপ’ ও কনসার্ট
এই সফরে মেসি অংশ নেবেন বিশেষ এক ফুটবল উৎসব ‘GOAT কাপ’ এবং একটি বৃহৎ কনসার্টে। তাঁর উপস্থিতির ঘোষণার পরই অনুষ্ঠানটির সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে “সোল্ড আউট” সাইন ঝুলেছে আয়োজকদের ওয়েবসাইটে।
১৪ বছর পর একক সফর
দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর এককভাবে ভারতে আসছেন এই ফুটবল জাদুকর। সর্বশেষ ২০১১ সালে তিনি আর্জেন্টিনা জাতীয় দলের অংশ হিসেবে কলকাতায় একটি প্রীতি ম্যাচে খেলেছিলেন। তবে এবারের সফরটি সম্পূর্ণ ভিন্ন এবার মেসি আসছেন এককভাবে, ভক্তদের আরও কাছে পৌঁছানোর উদ্দেশ্যে।
আয়োজকরা জানিয়েছেন, বিশেষ আমন্ত্রিত অতিথিদের জন্য থাকবে ‘মিট অ্যান্ড গ্রিট সেশন’, যেখানে মেসির সঙ্গে হাত মেলানো, কথা বলা ও সেলফি তোলার সুযোগ থাকবে। এটি কেবল Invite Only ইভেন্ট, যা ইতিমধ্যেই ভারতের সবচেয়ে আলোচিত আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।
সাক্ষাৎ পর্বের এক্সক্লুসিভ প্যাকেজ
মেসির সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ মিলবে বেশ কিছু উচ্চমূল্যের প্যাকেজের মাধ্যমে যেগুলো নিয়ে দেশজুড়ে আলোচনার ঝড় উঠেছে।
ব্যক্তিগত অভিজ্ঞতা (Individual Experience)
একজন ব্যক্তির জন্য নির্ধারিত মূল্য ৯.৯৫ লক্ষ টাকা + জিএসটি (GST)। এই প্যাকেজে থাকবে মেসির সঙ্গে কথোপকথনের সুযোগ, একটি ছবি, স্বাক্ষর করা জার্সি, মধ্যাহ্নভোজ এবং অন্যান্য সেলিব্রিটির সঙ্গে দেখা করার সুবিধা।
পিতা–পুত্র অভিজ্ঞতা (Father & Son Experience)
যারা সন্তানের সঙ্গে মেসির সঙ্গে দেখা করতে চান, তাদের জন্য মূল্য ১২.৫০ লক্ষ টাকা + জিএসটি। এতে থাকবে দুই অটোগ্রাফ জার্সি, একত্রে ছবি তোলা, মধ্যাহ্নভোজ এবং বিশেষ সাক্ষাৎ সেশন।
পারিবারিক সুযোগ (Family Opportunity)
পরিবারের চার সদস্যের জন্য প্যাকেজ মূল্য ২৫ লক্ষ টাকা + জিএসটি। এতে থাকবে চারটি অটোগ্রাফ জার্সি, মেসির সঙ্গে কথা ও ছবি তোলার সুযোগ, খাবার এবং সেলিব্রিটিদের সঙ্গে সাক্ষাৎ।
কর্পোরেট প্যাকেজ (Corporate Package)
প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ সুযোগ হিসেবে রাখা হয়েছে ৯৫ লক্ষ টাকার কর্পোরেট প্যাকেজ। এতে ১০ জন প্রতিনিধি মেসির সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, প্রতিষ্ঠান তাদের ব্র্যান্ড প্রচারে মেসির উপস্থিতি ব্যবহার করতে পারবে এবং কিংবদন্তি ফুটবলারের হাতে স্মারক উপহার দেওয়ার সুযোগও থাকবে।
সংক্ষেপে
সফর শুরু: ১৩ ডিসেম্বর (কলকাতা)
পরবর্তী গন্তব্য: ১৪ ডিসেম্বর মুম্বাই, ১৫ ডিসেম্বর দিল্লি
ইভেন্ট: GOAT Cup ও কনসার্ট
শেষবার ভারতে আসেন: ২০১১ সালে (আর্জেন্টিনা দলের সঙ্গে)
মিট অ্যান্ড গ্রিট: Invite Only সেশন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল