ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ব্যবসায়ীদের জন্য সুখবর দিল সৌদি আরব

২০২৫ জানুয়ারি ২৮ ১৬:২৩:২৭
ব্যবসায়ীদের জন্য সুখবর দিল সৌদি আরব

ডুয়া ডেস্ক: সৌদি আরব বিদেশি ব্যবসায়ীদের জন্য একটি নতুন সুযোগ নিয়ে এসেছে। এখন থেকে বিদেশিরা সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে বিনিয়োগ করতে পারবেন। সৌদি ক্যাপিটাল মার্কেট কর্তৃপক্ষ (সিএমএ) এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। যা দেশটির অর্থনৈতিক বৈচিত্র্য বৃদ্ধির লক্ষ্যে নেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হচ্ছে।

বর্তমানে সৌদি নাগরিক নয় এমন বিদেশিদের দেশে সম্পত্তি কেনার অনুমতি থাকলেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে মক্কা ও মদিনায় সম্পত্তির মালিকানা শুধুমাত্র সৌদি নাগরিকদের জন্য সংরক্ষিত। তবে বিদেশিরা এই দুই শহরে সম্পত্তি ভাড়া নিতে পারবেন।

নতুন নির্দেশনাগুলির অধীনে বিদেশি বিনিয়োগ শুধুমাত্র তালিকাভুক্ত কোম্পানির শেয়ার এবং বন্ডে সীমাবদ্ধ থাকবে। বিদেশি নাগরিক এবং প্রতিষ্ঠানগুলোর জন্য কোম্পানির শেয়ারে সর্বাধিক ৪৯ শতাংশ মালিকানা রাখা যাবে।

সৌদি আরব খনিজ তেলের ওপর নির্ভরতাকে কমিয়ে নিজেদের অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে চাইছে এবং এর জন্য ‘ভিশন ২০৩০’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হল দেশের আবাসন খাতকে শক্তিশালী করা এবং সরাসরি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে