ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

ঢাকায় আ.লীগের গোপন পরিকল্পনা ভেস্তে দিল ডিবি

২০২৫ নভেম্বর ০৯ ১৮:৪৬:৪৩

ঢাকায় আ.লীগের গোপন পরিকল্পনা ভেস্তে দিল ডিবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

ডিসি তালেবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর নয়টি এলাকায় অভিযান চালানো হয় মিরপুর, রমনা, সাইবার, মতিঝিল, ওয়ারী, উত্তরা, তেজগাঁও, লালবাগ ও গুলশান বিভাগে। গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা রাজধানীতে আকস্মিক মিছিল ও কর্মসূচির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বিঘ্ন করার পরিকল্পনা করছিলেন। পাশাপাশি, তারা আগামী ১০-১২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাসহ রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের স্লোগানসংবলিত এক লাখ গ্যাস বেলুন ওড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে ডিবির এমন অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত