ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

স্থগিত এজিএমের তারিখ পুনঃনির্ধারণ করল তালিকাভুক্ত ব্যাংক

২০২৫ নভেম্বর ০৯ ১৪:৩৯:০০

স্থগিত এজিএমের তারিখ পুনঃনির্ধারণ করল তালিকাভুক্ত ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: অনিবার্য কারণে স্থগিত হওয়া আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এর ৩০তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।

আজ রোববার (৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানির পরিচালনা পর্ষদের ৪৪৩তম সভার সিদ্ধান্ত অনুসারে, স্থগিত হওয়া এজিএমটি আগামী ১২ নভেম্বর, ২০২৫, সকাল ১১:০০ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

এর আগে, কোম্পানির ৩০তম বার্ষিক সাধারণ সভাটি ১৪ আগস্ট, ২০২৫, সকাল ১১:৩০ টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা অনিবার্য কারণে স্থগিত করা হয়।

কোম্পানি কর্তৃপক্ষ পরিবর্তিত তারিখ ও সময় ডিএসইকে অবহিত করেছে। বিনিয়োগকারীদেরকে নতুন তারিখ অনুযায়ী এজিএমে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত