ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

জি২০ বৈঠক বয়কট করছেন ট্রাম্প!

২০২৫ নভেম্বর ০৮ ১১:৫৬:১৯

জি২০ বৈঠক বয়কট করছেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলনে আমেরিকা পুরোপুরি বয়কট ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, তিনি নিজে সভায় উপস্থিত হবেন না এবং আমেরিকা থেকে কোনো প্রতিনিধিকেও পাঠানো হবে না।

চলতি মাসের ২২ ও ২৩ নভেম্বর সেখানে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। দক্ষিণ আফ্রিকার সঙ্গে মার্কিন সম্পর্ক বরাবরই কিছুটা তিক্ত। ট্রাম্পের ক্ষোভের মূল কারণ হিসেবে তিনি দেশটিতে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। শুক্রবার রাতে (স্থানীয় সময়) তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “দক্ষিণ আফ্রিকায় জি২০ সম্মেলন হচ্ছে, যা অসম্মানজনক। সেখানে শ্বেতাঙ্গদের হত্যা করা হচ্ছে এবং তাদের জমি-সম্পত্তি বেআইনিভাবে দখল করা হচ্ছে। যতদিন এই অবস্থা চলবে, আমেরিকার কোনো সরকারি কর্মকর্তা ওই দেশে যাবেন না।”

২০২৬ সালে আমেরিকা ফ্লোরিডার মায়ামিতে জি২০ সম্মেলন আয়োজন করবে, যেখানে ট্রাম্প সরাসরি অংশগ্রহণের জন্য আগ্রহী।

ট্রাম্পের অভিযোগে উল্লেখ রয়েছে, দক্ষিণ আফ্রিকায় মূলত ডাচ, ফরাসি ও জার্মান বংশোদ্ভূত শ্বেতাঙ্গদের উপর নির্যাতন চলছে। শ্বেতাঙ্গ কৃষকরা সংখ্যালঘু এবং তাদের ওপর নির্বিচার হত্যাকাণ্ড হচ্ছে। তবে দক্ষিণ আফ্রিকার সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। চলতি বছরের শুরুতে ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, এবার থেকে আমেরিকায় শরণার্থী হিসেবে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের অগ্রাধিকার দেওয়া হবে।

তাছাড়া, ট্রাম্পের ক্ষমতায় আসার পর আমেরিকায় শরণার্থীদের প্রবেশ কমে গেছে। বছরে প্রায় সাড়ে সাত হাজারের বেশি শরণার্থী সরকারি অনুমোদন পায়নি। এই সাড়ে সাত হাজার শরণার্থীর মধ্যে দক্ষিণ আফ্রিকান শ্বেতাঙ্গদের অগ্রাধিকার দেওয়া হবে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এই অভিযোগকে ভুয়া ও ভিত্তিহীন হিসেবে উল্লেখ করেছেন। তার দাবি, দেশে কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের জীবনযাত্রার মান সমান এবং উভয়ই সমানাধিকার ভোগ করছে।

জি২০ বৈঠকে ট্রাম্পের উপস্থিতি না থাকার খবর আগেই জানা গিয়েছিল। তবে ধারণা করা হয়েছিল, পরিবর্তে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স হোয়াইট হাউসের পক্ষ থেকে সভায় অংশ নেবেন। তবে সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ভান্সের এমন কোনো পরিকল্পনা নেই। এছাড়া ট্রাম্প একাধিকবার দক্ষিণ আফ্রিকাকে জি২০ থেকে বরখাস্ত করার সুপারিশও করেছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত